মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার সময় ভারতের সংবাদমাধ্যমের আচরণ বিশ্বে সমালোচিত হয়েছে। ওই সময় ভুয়া সংবাদ, উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতা ছড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছিল। এরই মধ্যে মুকেশ আম্বানির মালিকানাধীন সিএনএন-নিউজ ১৮ চ্যানেল গত শনিবার এক অনুষ্ঠানে মুসলিমদের সবচেয়ে পবিত্র বলে বিবেচিত তিনটি মসজিদকে সন্ত্রাসের কারখানা বলে প্রচার করে। তারা মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুসালেমের মসজিদুল আকসার ছবির উপর লেখে মাসুদ আজহারের সন্ত্রাসের কারখানা।
মাসুদ আজহার পাকিস্তানভিত্তিক জয়েশ-ই মুহাম্মদের প্রধান নেতা। মুসলিমদের পবিত্রতম জায়গাগুলো নিয়ে বিদ্বেষ প্রচার করায় রিলায়েন্স গ্রুপের টিভি চ্যানেলটিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড। এরই মধ্যে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি এবং তাদের একটি প্রতিবেদন থেকে এ সংক্রান্ত ছবি ও তথ্য মুছে দিয়েছে। অন্যদিকে আরেক টিভি চ্যানেল রিপাবলিক টিভি’র উপস্থাপক অর্নব গোস্বামী এক অনুষ্ঠানে ভারতের জামাতে ইসলামী নেতা মাওলানা জামালউদ্দিন উমরীকে সন্ত্রাসী হিসেবে প্রচার করেন। অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড এ বিষয়েও ক্ষমা চাইতে আহ্বান জানায় রিপাবলিক টিভিকে। এই চ্যানেলটিও দ্রুত টুইটারে বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ এবং তথ্য সংশোধন করে।
সূত্র: ফ্রি প্রেস কাশ্মীর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।