Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাওয়াতে ইসলামীর ৩ দিনের সুন্নি ইজতেমা শুরু আজ

মো. আবদুর রহিম : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

জঙ্গি, সন্ত্রাসবাদ ও অপসংস্কৃতির অন্ধকার থেকে দেশের তরুণ ও যুবকদের ইসলামের শান্তির পথে আনতে রাজধানীর ঢাকায় আজ বুধবার থেকে শুরু হচ্ছে দা’ওয়াতের ইসলামীর ৩ দিনের ৫ম সুন্নী ইজতেমা। রাজধানীর এয়ারপোর্টে সিভিল এভিয়েশনের প্রায় একশ’ একর খোলা ময়দানে তিনদিনের এই ইজতেমা আয়োজন করছে অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী। আগামী শুক্রবার বিশেষ দোয়ার মধ্যদিয়ে শেষ হবে তিনদিনের ইজতেমা। এতে দেশ-বিদেশের কয়েক লাখ মুসলিমের যোগ দেয়ার কথা রয়েছে। তিন দিনের ইজতেমার জন্য গত ১ মাস পূর্ব থেকে প্রস্তুতির কাজ শুরু হয়ে গতকাল ইজতেমার অবকাঠামো সম্পন্ন হয়েছে। সারা দেশ থেকে আসতে শুরু করছেন আশেকানে রাসূল (স.)। আজ শুরু ইজতেমা আগামী শুক্রবার জুমা নামায শেষে আখেরী দোয়ার মাধ্যমে শেষ হবে।

উল্লেখ্য, বাংলাদেশে এবারেরটি ৫ম সুন্নী ইজতেমা। ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফ্রিকা ও পাকিস্তানসহ বিশ্বের ২ শতাধিক দেশে সুন্নী ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৮০ সাল থেকে দাওয়াতে ইসলামির সুন্নী ইজতেমা কার্যক্রম শুরু হয়। দাওয়াতে ইসলামীর মাদানী চ্যানেলে বাংলা, ইংরেজী ও উর্দু ভাষায় এ প্রতিষ্ঠানের কার্যক্রম প্রচারিত হচ্ছে



 

Show all comments
  • হাবিব ৬ মার্চ, ২০১৯, ১০:৩১ পিএম says : 0
    মারহাবা, সফল হউক।
    Total Reply(0) Reply
  • MD. NOWSHAD ALAM ১৯ মার্চ, ২০২১, ৩:২৯ পিএম says : 0
    বাচাশাহ এবতেদায়ী মাদ্রাসা, পোমরা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুন্নি ইজতেমা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ