মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামীমাকে কোনো ধরনের ঠাঁই দিতে চায় না হল্যান্ড। এর আগে আইএস বধূ শামীমাকে নিজ দেশে নিয়ে যাওয়ার বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সিদ্ধান্ত জানিয়েছিলেন ডাচ নাগরিক স্বামী ইয়াগো রিয়েদিজিক। এবার তার সেই সম্ভাবনাকেও পুরোপুরি নাকচ করে দিয়েছে নেদারল্যান্ডস সরকার। সোমবার ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতির বরাতে করা প্রতিবেদনে এই শামীমাকে দেশে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
লন্ডন থেকে পালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া শামীমা সম্প্রতি যুক্তরাজ্যে ফিরতে চাইলে তাতেও বাধা দেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘কোনো ডাচ নাগরিকের স্ত্রী কিংবা জীবনসঙ্গীর নেদারল্যান্ডসে বসবাসের অনুমতি পেতে হলে বা বেড়াতে আসতে চাইলে অবশ্যই তার বৈধ পাসপোর্ট থাকতে হবে।’
নেদারল্যান্ডসের আইন অনুযায়ী, শামীমা যখন বিয়ে করেন, তখনও তার বিয়ের বয়স হয়নি। মূলত এ কারণে শামীমাকে তার স্বামীর সঙ্গে দেশে যেতে দেবে না ডাচ প্রশাসন। এদিকে যুক্তরাজ্যও শামীমার ব্রিটিশ পাসপোর্ট বাতিলসহ তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে।
বর্তমানে একটি কুর্দি কারাগারে বন্দী অবস্থায় থাকা রিয়েদিজিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা নেদারল্যান্ড ছাড়া অন্য কোথাও গেলে শান্তিতে বসবাস করতে পারবো না। এ কারণে স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে নিয়ে দেশে ফিরে শান্তিতে বসবাস করাই হচ্ছে আমার শেষ ইচ্ছা।’
এর আগে ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আইএসে যোগদানের উদ্দেশ্যে লন্ডন ছেড়ে সিরিয়ায় গিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা। পরবর্তীতে সেখানে নেদারল্যান্ড থেকে এসে আইএসের যোগ দেওয়া নওমুসলিম ইয়াগো রিয়েদিজিককে বিয়ে হয় তার। এরপর আগের দুইবার তাদের সন্তান জন্মের পর অপুষ্টি আর ক্ষুধায় মৃত্যু হয় তাদের। যদিও গত মাসে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে আরও একটি ছেলে সন্তানের জন্ম দেন আইএস বধূ শামিমা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।