Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ৮:০২ পিএম

‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় বরিশালে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার সকালে বরিশাল টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
খামার প্রকল্পের পরিচালক আকবর হোসেনের সভাপতিত্বে বিভাগীয় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের উপ-পরিচালক নজির আহমদ, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর তানিয়া আক্তার।
বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, বরগুনা ও পিরোজপুর জেলার ২৮টি উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পে কর্মরত ৪ শতাধিক কর্মকর্তা-কর্মচারী দিনব্যাপী সম্মেলনে অংশ নেন। সম্মেলনে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপলব্ধি করেছেন কাউকে দান-খয়রাত দিয়ে বাঁচিয়ে রাখা যায় না। তাই তিনি ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ মাধ্যমে দেশের মানুষকে সাবলম্বি করার লক্ষে এ কর্মসূচি গ্রহন করেছেন। আমাদেও উচিত এ প্রকল্পের যথাযথ বাস্তবায়ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ