Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু

রোগমুক্তিতে দেশবাসির দোয়া কামনা মন্ত্রিসভার, সারাদেশে উদ্বেগ-উৎকণ্ঠা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:৪৮ এএম

হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড় পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর পরামর্শে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়।

গতকাল বিকাল ৩টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বের হয়। বিকাল ৩টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এরপর বিকেল ৪টা ১২ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ সময় রাত ৭টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের অ্যারোস্পেস রোডের সেলেটর বিমানবন্দরে অবতরণ করে। সিঙ্গাপুরে হাসপাতালটির ইন্টারভেনশনাল কার্ডিওলোজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল ডক্টর ফিলিপ কোহ এর তত্ত্বাবধানে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু হয়েছে।
ওবায়দুল কাদেরের সঙ্গে স্ত্রী ইশরাতুন্নেসা কাদের ও বিএসএমএমইউ’র নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী সিঙ্গাপুরে গেছেন। এর আগে রোববার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে অসুস্থ কাদেরকে নিয়ে যেতে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে।
এদিকে ওবায়দুল কাদেরের অসুস্থতায় দেশব্যাপী উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ সদস্য, দলের নেতারা, অন্যান্য দলের রাজনৈতিক নেতারা সবাই তার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করছেন। গতকাল হাসপাতালে নেতাকর্মী ও সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হলেও রাস্তায় অসংখ্য নেতাকর্মীকে অপেক্ষমান দেখা গেছে। অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, দলের নেতা হাসপাতালে তাকে দেখতে এসেছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও রোববার থেকে আলোচনার মূল টপিক ওবায়দুল কাদেরের অসুস্থতা।
ওবায়দুল কাদেরের বিষয়ে বিএসএমএমইউ’র চিকিৎসকরা গতকাল জানিয়েছেন, রোববারের চেয়ে গতকাল সোমবার ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং স্থিতিশীল ছিল। হালকা নড়াচড়া করার চেষ্টা করেছেন। তবে ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা আরো জানান, দেশেই তার যথাযত চিকিৎসা দেয়া হচ্ছিল তবে নিবিড়ভাবে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। কারণ এখানে প্রতিনিয়ত দর্শনার্থীর ভীড়ের কারণে রোগীর রক্তের ইনফেকশন আরো বেড়ে যাওয়ার সম্ভবনা ছিল। যা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। তাই ভারত থেকে আসা প্রখ্যাত হুদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর পরামর্শে ওবায়দুল কাদেরকে দেশের বাইরে চিকিৎসা করানোর জন্য পাঠানো হয়েছে।
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে গতকাল দুপুর ১২ টা ৪৫ মিনিটে ঢাকায় আসেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী। এরপর দেড়টার দিকে হাসপাতালে এসে ওবায়দুল কাদেরকে দেখেন। রোববার চিকিৎসা শুরু হওয়া থেকে তার আসার আগ পর্যন্ত কি কি চিকিৎসা দেয়া হয়েছে তার খোঁজ-খবর নেন।
ডা. দেবী শেঠীর প্রসঙ্গ টেনে দুপুর আড়াইটার দিকে হাসপাালের মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ ভিসি কনককান্তি বড়–য়া বলেছেন, দেবী শেঠী বলেছেন, ইউরোপ-আমেরিকায় যে ধরনের চিকিৎসা হয় এখানে তার চেয়ে কোনো অংশে কম হয়নি। খুব ভালো চিকিৎসা হয়েছে। ওবায়দুল কাদেরের স্ত্রীর দিকে তাকিয়ে দেবী শেঠী বলেন, ইউর হাসবেন্ড ইজ লাকি। যে চিকিৎসা করা হয়েছে এর চেয়ে বেশি কিছু করার নেই। তিনি এখন সেভ পজিশনে আছেন।
দেশের বাইরে নেয়ার বিষয়ে তিনি বলেন, দেবী শেঠী বলেছেন, রাজনৈতিক চাপ, প্রতিনিয়ত দর্শনার্থীদের ভীড় ও নিবিড়ভাবে চিকিৎসার স্বার্থে তাকে দেশের বাইরে নেয়া উচিত এবং বর্তমানে ওবায়দুল কাদেরের অবস্থা ভাল, এখনই তাকে দেশের বাইরে নেয়ার উপযুক্ত সময়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কনককান্তি বড়–য়া বলেন, ওবায়দুল কাদেরের অবস্থান কিছু উন্নতি হয়েছে তবে তিনি শঙ্কামুক্ত নন। তার আগে যেখানে তিনটি ঔষুধ প্রয়োজন ঠিক এখন একটি দিলোই হচ্ছে। এছাড়া পেসার অনেকটা বেড়েছে।
দোয়া কামনা মন্ত্রিসভার: গতকাল মন্ত্রিসভার বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরে রোগমুক্তিতে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে এবং তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। সবাইকে অনুরোধ করা হয়েছে তার জন্য সবাই যেন একটু দোয়া করি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে কাকরাইলে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ, গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও তেজগাও, মিরপুরে মুক্তিযোদ্ধারা এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশনে বঙ্গবন্ধু একাডেমীর দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এমপি, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, এনামুল হক আরমান, মুরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ প্রমুখ।
বিকেলে ১৯ বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের উদ্যোগে দলের সাধারণ সম্পাদকের শারীরিক সুস্থতা কামনায় কোরআনখানি, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আবু আহমেদ মান্নাফী, আবুল বাশার, আবদুল হক সবুজ, ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু প্রমুখ।
অন্যদিকে লক্ষীপুরের রায়পুর উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার জানান, প্রতিটি মসজিদে মসজিদে দোয়ার ও মিলাদের আয়োজন করা হয়েছে আমাদের প্রিয় নেতার সুস্থতা কামনা করে। উল্লেখ্য, রোববার সকাল পৌনে আটটায় হার্টে তিনটি ব্লক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোন ওবায়দুল কাদের। এরপর সকালের শুরুতেই হার্টে একটি পরানো হয়। এতে কিছুটা উন্নতি হলেও আবার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন থেকেই লাইফ সাপোর্টে রয়েছেন ওবায়দুল কাদেরওবায়দুল কাদেরকে দেখতে প্রেসিডেন্ট আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকালে হাসপাতালে গিয়েছিলেন। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ