Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উপজেলা নির্বাচনে কোনো অবহেলা সহ্য করা হবে না

দিনাজপুরে ইসি মো. রফিকুল ইসলাম

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক থেকে অর্পিত দায়িত্ব পালন করবেন। যেন ভোটারদের কোন ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে না হয়। ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরার ব্যাপারে ভোটাদের জন্য কোন ধরনের ঝুঁকিতে পড়তে না হয় সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কোন ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

গতকাল সোমবার বিকেল ৪টায় দিনাজপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম এ কথা বলেন। জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. বজলুর রশিদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জয়নুল আবেদিন, সদর উপজেলার ইউএনও ফিরুজুল ইসলাম, বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ও বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন বক্তব্য রাখেন। নির্বাচন কমিশনার আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে ইসি বদ্ধ পরিকর। আমরা প্রার্থী ও ভোটারদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি দিনাজপুরের নির্বাচনী পরিবেশ ভাল ও শান্তিপূর্ণ বলে মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ