Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালদা নদী থেকে ডিমসহ মৃত কাতল মাছ উদ্ধার

হাটহাজারী উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

এশিয়ার বিখ্যাত মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ১৫ কেজি ওজনের একটি কাতলা মা মাছ ও ৪ কেজি ওজনের একটি আইর মাছ মৃত অবস্থায় পাওয়া গেছে। কাতাল মাছটি হালদা নদীর অংকুরিঘোনা এলাকায় হালদা নদীতে মৃত অবস্থায় ভেসে উঠে। গতকাল বিকালে মৃত অবস্থায় কাতলা মাছটি স্থানীয় ডিম সংগ্রহকারী উদয়ন বড়–য়া দেখতে পেয়ে নদী থেকে তুলে মাছটি, হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে নিয়ে আসে। এদিকে অপর আইর মাছটি হালদা নদীর উত্তর মার্দাশা আমতুয়া এলাকা থেকে পাওয়া যায়।

এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে মাছটি দেখে মনে হচ্ছে বালু তোলার ড্রেজার মেশিনের আঘাতে এই মা মাছটি মারা গেছে।এ কারনে মাছটির শরীরের কয়েক স্থানে আঘাতের চিহৃ রয়েছে। মাছটি পরীক্ষা করে দেখার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা ল্যাবে নিয়ে যাই আইডি এফ এর কর্মকর্তা সাদ্দাম হোসেন। উদ্ধারকৃত কাতাল মাছটি পেটে ডিম রয়েছে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতল মাছ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ