Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে ৭৪ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১০:৩৭ পিএম

টাঙ্গাইলের সখিপুরে ৭৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতিমাবংকী গ্রামের লাভলুর মুরগি ফার্মের পাশে আম বাগানে অভিযান চালিয়ে ৭৪পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী লিটন মিয়া (১৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিটন ঐ এলাকার মোস্তফার ছেলে। র‌্যাব ১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী কমান্ডার মেজর হাসান আরাফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,র‌্যাবের স্কোয়াড কমান্ডার শফিকুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে প্রতিমাবংকী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী লিটন মিয়া (১৯) কে ৭৪ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ডসহ গ্রেফতার করা হয়। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ পূর্বক সখিপুর উপজেলা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে। ধৃত আসামী তার ব্যবহার করা ২টি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে সখিপুর উপজেলা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল। র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং আরো জোরদার করা হবে বলে জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ