Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রমোদ মানকিন ও মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে শোকসভা

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে শোকসভা করেছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ, ঢাকা। গত শনিবার সন্ধ্যায় ঢাকার এলিফ্যান্ট রোডস্থ ময়মনসিংহ অডিটোরিয়ামে সংগঠনটির উপদেষ্টার মৃত্যুতে এ শোকসভা পালন করা হয়। সংগঠনটির সভাপতি সাবেক যুগ্ম সচিব ক্যাপ্টেন জামিুলর রহমান খানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আ: কুদ্দুসের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন পরিষদের নির্বাহী সভাপতি মাহফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হারুন-অর-রশিদ ও বাইবেল পাঠ করেন গাম্বলং গোমেজ। এতে আরো বক্তব্য দেন ময়মনসিংহ জিলা সমিতির এডিএম সালাউদ্দিন হুমায়ুন, শেরপুর জেলা কল্যাণ সমিতির সম্পাদক ইঞ্জিনিয়ার আ: রাজ্জাক, আতিকুজ্জামান খান, অধ্যাপক আকবর সিরাজী, হেলাল উদ্দিন, সাইফুদ্দিন আহমেদ মনি, ফেরদৌসী রহমান কুসুম, এ কে এম রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট রহুল আমিন, জিল্লুর রহমান দিদার, অধ্যক্ষ শফি খন্দকার প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রমোদ মানকিন ও মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে শোকসভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ