পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
সোমবার বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল (রা.) বিমানবন্দর থেকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। সিঙ্গাপুরে পৌঁছাতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগতে পারে।
ওবায়দুল কাদেরের সঙ্গে তার স্ত্রী ইশরাতুন্নেসা ছাড়া তার দুএকজন স্বজন রয়েছেন। সিঙ্গাপুর থেকে আসা ৩ সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল রয়েছে।
এর আগে বিএসএমএমইউ-এর ভিসি কনক কান্তি বড়ুয়া এক সংবাদ সম্মেলনে জানান, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিতে চাইলে এখনই উপযুক্ত সময়। তাকে সিঙ্গাপুরে নেয়ার জন্য সিঙ্গাপুরের হাসপাতালের প্রস্তুতি সাপেক্ষে তাকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নেয়া হবে।
ভিসি কনক কান্তি আরো বলেন, ভারতের প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক ডা. দেবী শেঠি সবকিছু পর্যবেক্ষণ করে বলেছেন, আমাদের ওখানে (ভারতে) পলিটিশিয়ানদের চিকিৎসার ক্ষেত্রে যেটা ফলো করি আমরা, আপনাদেরও সেটা ফলো করার পরামর্শ দিবো। যেহেতু ভিজিটর কন্ট্রোল করা সম্ভব হয় না, তাই বাইরে চিকিৎসা করা ভালো। আর মূলত এজন্যই তিনি আমাদের ওবায়দুল কাদের সাহেবকে বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।