বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে অস্ত্র গুলিসহ গ্রেফতার হয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা অনুসারী অংশের দুই কর্মী। গতকাল রোববার নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি টেক বাজারের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- রাঙামাটির সদরের চিররতী চামকা (২৩) ও খাগড়াছড়ি গুঁইমারার মিন্টু চাকমা (২৭)।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিঅ্যান্ডবি টেক বাজারের ওই বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে একটি কাটা রাইফেল, একটি পিস্তল ও পাঁচ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বলেছে, চট্টগ্রামে থেকে তারা সংগঠনের কাজ চালিয়ে আসছিল।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাতে বায়েজিদ বোস্তামী থানার ড্রাইভার কলোনিতে একটি অটোরিকশা তল্লাশি করে দুটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ পলাশ কুসুম চাকমা ও ইন্দ্ররাাজ চাকমা নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারাও নিজেদের পাহাড়ি সংগঠন জেএসএসের (এমএন লারমা) কর্মী বলে দাবি করেছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।