Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভাসানী এতিম শিক্ষাকেন্দ্র ও আলেমা ভাসানী মুসাফিরখানা উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

মজলুম জননেতা মওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত আবাস ভূমি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে মওলানা ভাসানীর এতিম শিক্ষা কেন্দ্র (সকল ধর্মের) ও তাঁর সহধর্মিণী আলেমা ভাসানীর নামে মুসাফিরখানার উদ্বোধন করা হয়।
গত শনিবার ভাসানীর জ্যেষ্ঠ কন্যা রেজিয়া ভাসানীর দানকৃত বাড়ির চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানীর পরিবারের উত্তরসুরী মানোয়ার চৌধুরী জেরিন। প্রধান অতিথি ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভাসানীর একান্ত তৎকালীন সচিব ও সাপ্তাহিক হক কথার সম্পাদক সৈয়দ এবদানুল বারী। বক্তব্য রাখেন এ্যাডঃ শাহ আখতার কামাল চিশতী, সাবেক চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন সম্পাদক ও জয়পুরহাট জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সম্পাদক রফিকুল ইসলাম, সুমন চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ