প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি তৌকীর আহমেদ পরিচালিত ভাষা আন্দোলন নিয়ে সিনেমা ফাগুন হাওয়া মুক্তি পেয়েছে। এ সিনেমার পর নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা জানালেন তিনি। এবার তিনি কবি জীবনান্দ দাশকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চান। তিনি বলেন, কবি জীবনানন্দ দাশকে নিয়ে একটি সিনেমা করতে চাই। তবে সিনেমা প্রযোজনা করতে কেউ আগ্রহী নন। এটি বেশ ব্যয়বহুল। শূটিং করতে অনেক জায়গায় যেতে হবে। বরিশাল, কলকাতা, দিল্লীসহ অনেক জায়গায় যেতে হবে। সিনেমাটি কবে করতে পারব জানি না। ইচ্ছা আছে। তিনি বলেন, আমার কাছে অনেক সিনেমার চিত্রনাট্য রয়েছে। চলচ্চিত্র খুব ব্যয়বহুল। এজন্য আগে অর্থ জোগাড় করতে হয়। আমার কাছে এমন কিছু গল্প আছে, যেগুলোর জন্য কোনো প্রযোজক পাচ্ছি না। এক প্রশ্নের জবাবে তৌকীর বলেন, আমি চেষ্টা করি নিজের চিন্তা-চেতনা বজায় রেখে সিনেমা নির্মাণ করতে, যাতে কারো প্রভাব না থাকে। আমার মনে হয়, প্রত্যেকটি মানুষের আলাদা জীবন দর্শন ও শিল্পবোধ আছে। সেখান থেকেই সিনেমা বানালে চলে। কাউকে অনুসরণ করার দরকার পড়ে না। তবে এটা ঠিক, আমরা যা কিছু ভালো দেখি, তা প্রচ্ছন্নভাবে হলেও আমাদের ভেতর একটি প্রভাব ফেলে। এদিকে তৌকীর জানান, আগামী দশ বছরে তিনি অন্তত ৬টি সিনেমা নির্মাণ করতে চান। যেগুলো মানের দিক থেকে এগিয়ে থাকবে। ছাপিয়ে যাবে একটি থেকে আরেকটিকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।