Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাল ব্যবসা করছে মালয়েশিয়ায় মুক্তিপ্রাপ্ত নিরবের বাংলাশিয়া

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

গত পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১০৬ সিনেমা হলে মুক্তি পেয়েছে বাংলাদেশের নায়ক নিরব অভিনীত সিনেমা বাংলাশিয়া। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ২ লাখ ২০ হাজার রিঙ্গিত। সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে। সিনেমাটির পরিচালক নেমউই এর আগে পাঁচটি সিনেমা পরিচালনা করেছেন। তবে তার অতীতের সব রেকর্ড ভেঙ্গেছেন তিনি নিজেই। এর আগে মুক্তি পাওয়া তার সিনেমা নেসি লেমাক মুক্তির প্রথম দিনে আয় করেছিল ১ লাখ ৭৫ হাজার রিঙ্গিত এবং হান্টু গ্যাংস্টার আয় করেছিল ১ লাখ ৮৮ হাজার রিঙ্গিত। ২০১৪ সালে মালয়েশিয়ান ফিল্ম সেন্সরশিপ বোর্ড বাংলাশিয়া সিনেমাটি ব্যান করে দেয়। সিনেমাটির ৩১টি দৃশ্য মালয়েশিয়ার সরকারের বিপক্ষে যাওয়ায় সরকার নিষেধাজ্ঞা জারি করে। বেশ কিছু কাটছাঁটের পর গত ১২ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় এবং সিনেমার নাম দেয়া হয় বাংলাশিয়া ২.০। এর আগে মালয়েশিয়ায় মুক্তি না পেলেও সিনেমাটি নিউ ইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ওসাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। সিনেমাটিতে নিরবকে কখনো বাবুর্চি, কখনো মোটর মেকানিকস, আবার কখনো কোনো প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে দেখানো হয়েছে। তার মতে, এটি চলচ্চিত্র ক্যারিয়ারে অন্যতম একটা অর্জন। এমন একটি সিনেমায় অভিনয়ের সুযোগ না পেলে বড় অর্জন থেকে বঞ্চিত হতাম। সিনেমাটিকে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের তারকা আতিকা সুহাইমি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়ায় মুক্তিপ্রাপ্ত নিরবের বাংলাশিয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ