প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সাদামাটার ব্যানারে সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টুর প্রথম একক অ্যালবাম ‘শেষ ঠিকানা’। অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শেখ সাদী খান, নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, দেবদাস সিনেমার প্রযোজক কামরুল হাসান খান, সংগীতশিল্পী লোপা হোসাইন, সাদামাটার কর্নধার ওয়ালিদ আহমেদসহ আরো অনেকে। অ্যালবামটিতে গান রয়েছে ১১টি। গানের কথা লিখেছেন রাজেশ ঘোষ, কানাই লাল ও আতাউর রহমান খান। গানগুলোর সুর ও সংগীত করেছেন রাজেশ ঘোষ। অ্যালবামটি বাজারে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা। উল্লেখ্য, ছেলেবেলা থেকে কণ্ঠশিল্পী বদরুল হাসান খানের গানের প্রতি ভালোলাগা। তার শৈশব কেটেছে পুরান ঢাকায়। বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে তিনি পাড়ি জমান বিদেশে। ১৫ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরে আবার মনোযোগ দেন নিজ দেশের কর্মক্ষেত্রে। স্বনামধন্য প্রতিষ্ঠান রিজ পার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।