Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইটিং উইথ মাই ফ্যামিলি

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

স্টিফেন মার্চেন্ট পরিচালিত বাস্তব ঘটনাভিত্তিক কমেডি ফিল্ম ‘ফাইটিং উইথ মাই ফ্যামিলি’। ‘সেমিটরি জাংকশন’ (২০১০) মার্চেন্ট পরিচালিত একমাত্র চলচ্চিত্র, এছাড়া তিনি কয়েকটি টিভি সিরিজের পর্ব নির্মাণ করেছেন।
বাবা প্রাক্তন গ্যাংস্টার রিক (নিক ফ্রস্ট) আর মা জুলিয়ার (লেনা হিডি) উৎসাহে য্যাক (জ্যাক লোডেন) আর তার বোন পেইজ নাইট (ফ্লোরেন্স পিউ) পেশাদার রেসলার হতে চায়। পারিবারিক পটভূমির কারণে পেইজকে অন্য মেয়েরা ‘অদ্ভুত’ বলে ডাকে, তারা তাকে বিরক্ত করতে ছাড়ে না। একদিন ডবিøউ ডবিøউ ই থেকে হাচ মরগ্যান (ভিন্স ভন) য্যাকের সঙ্গে যোগাযোগ করলে পুরো পরিবার চমৎকৃত হয়। ব্রিটেন থেকে দুই ভাইবোন যুক্তরাষ্ট্র যায় জীবনের বিরল এই সুযোগকে কাজে লাগাবার জন্য। সেখানে ডোয়েইন ‘দ্য রক’ জনসনের সঙ্গে তাদের দেখা হয়। দ্য রক তাদের কিছু পরামর্শ দেয়। এরপর শুরু হয় তাদের কঠোর প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে হাচ পেইজকে বাছাই করে। য্যাক নিরাশ হয়ে পড়ে কিন্তু পারিবারের মান রাখার জন্য সে পেইজকে উৎসাহিত করে এগিয়ে যেতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইটিং উইথ মাই ফ্যামিলি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ