Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু সেনানিবাসে ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’ উদ্বোধন

ভঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ৪:২৮ পিএম

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে রোববার ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’ এর উদ্বোধন হয়েছে। সন্ত্রাস দমন ও প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের অংশ হিসেবে এ যৌথ অনুশীলন শুরু হয়। চলবে ১৫ মার্চ পর্যন্ত। অনুশীলনে বাংলাদেশ ও ভারতের ৩০জন সেনা কর্মকর্তাসহ ১৭০ জনের একটি করে দল অংশ নিচ্ছেন। এবারের যৌথ অনুশীলনের বিষয় ‘সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি।“সম্প্রীতি-৮” এর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বক্তব্য রাখেন ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার গুরজিৎ সিং সানধু।
উলেখ্য,২০১০ সাল থেকে এক বছর পর পর এই অনুশীলন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর ভারতীয় সেনাবাহিনীর দলটি বাংলাদেশে আগমন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু সেনানিবাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ