Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যামিল্টন টেস্টের খুঁটিনাটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

নিউজিল্যান্ডের রেকর্ড সংগ্রহ
এই প্রথম নিউজিল্যান্ড কোন টেস্ট ইনিংসে সাতশোর্ধো রান সংগ্রহ করলো। আগের সর্বোচ্চ ছিল ৬৯০, ২০১৪ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে।
সর্বোচ্চ লিড
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড লিড নেয় ৪৮১ রানের; নিজেদের টেস্ট ইতিহাসে যা সর্বোচ্চ রানের লিডের রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল ৪৪৪, ২০১২ সালে নেপিয়ান টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে।
উইলিয়ামসনের দ্রুততম ৬০০০
১২৬ ইনিংসে টেস্টে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের হয়ে যা দ্রুততম। আগের রেকর্ডটি ছিল রস টেলরের দখলে। এজন্য ১৯ ইনিংস বেশি খেলতে হয়েছিল টেলরকে। সব মিলে মাত্র ৬৮ ইনিংসে এই মাইলফলকে পৌঁছার রেকর্ড স্যার ডন ব্যাডম্যানের।
ওয়ানডে স্টাইলে ব্যাটিং
বাংলাদেশী নির্বিষ বোলারদের তুলোধুনা করে ওভারপ্রতি ৪.৩৮ গড়ে রান তুলেছে কিউই ব্যাটসম্যানরা; টেস্ট ইতিহাসের সাতশোর্ধো ইনিংসে যা তৃতীয় সর্বোচ্চ। এ ছাড়াও ২৪টি সাতশোর্ধো ইনিংস আছে টেস্ট ক্রিকেট। ছয়শো’র বেশি রান তোলা ইনিংসে এটি ওভারপ্রতি ১২তম সর্বোচ্চ।
মিরাজের লজ্জার রেকর্ড
প্রথম ইনিংসে ৪৯ ওভারে ৫.০২ গড়ে ২৪৬ রান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এক ইনিংসে এত রান দেননি বাংলাদেশের আর কোনো বোলার। অস্বস্তির এই রেকর্ড থেকে তিনি মুক্তি দিয়েছেন তাইজুল ইসলামকে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ৬৭.৩ ওভার বোলিং করে এই বাঁহাতি স্পিনার দিয়েছিলেন ২১৯ রান। ৪৫ ওভারের বেশি বল করা বোলারদের মধ্যেও মিরাজ সবচেয়ে খরুচে। আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের খান মোহাম্মাদের, ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সবার উপরে উইলিয়ামসন
২০তম সেঞ্চুরিকে অপরাজিত ২০০ রানে রূপ দিযেছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের হয়ে ২০টি সেঞ্চুরি নেই আর কারো। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ সেঞ্চুরি টেলর ও মার্টিন ক্রোর।
শীর্ষত্রয়ীর সেঞ্চুরি
এর আগে একবারই কিউই দলের শীর্ষ তিন ব্যাটসম্যান একই ইনিংসে সেঞ্চুরি করেন; ২০০৩ সালে ভারতের বিপক্ষে মোহালি টেস্টে। তিন ব্যাটসম্যান হলেন- মার্ক রিচার্ডসন, লু ভিনসেন্ট ও স্কট স্টায়রিস। এবার জিত রাভাল, টম ল্যাথাম ও উইলিয়ামসন মিলে করলেন ৪৯৩ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ