Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাস্টমস হাউস ক্লাব চট্টগ্রাম চ্যাম্পিয়ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

১৯তম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আন্তঃ ক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চট্টগ্রাম কাস্টমস হাউস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। সুন্দর আবহাওয়া ও মনোমুগ্ধকর পরিবেশে সকালে সাগরিকাস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমী মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া (এনডিসি), জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও বাংলাদেশ কাস্টমস ক্রীড়া পরিষদের সভাপতি খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, কমিশনার, চট্টগ্রাম কাস্টমস ও ভ্যাট কমিশনারেট সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ও বাংলাদেশ কাস্টমস ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন বক্তব্য রাখেন। কাস্টমস ক্রীড়া পরিষদ আয়োজিত এবারের প্রতিযোগিতায় ৩০টি দল ৩৪টি ইভেন্টে প্রতিদ্ব›িদ্বতা করেছেন প্রায় ১২শ’ প্রতিযোগী। তাদের মধ্যে ১৫০ জন মহিলা প্রতিযোগীও রয়েছেন। এ প্রতিযোগিতায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভিন্ন কমিশনারেটসহ অধিদপ্তর ও রাজস্ব বোর্ড দলও অংশ নেয়। এ আসরে অ্যাথলেটিক্স ইভেন্ট ছাড়াও টেনিস ও ভলিবল প্রতিযোগিতাও ছিল। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ