Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তির বার্তা দিতেই পাইলটকে ছেড়ে দেয়া হয়েছে : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আন্তর্জাতিক কোন মহলের চাপ নয় বরং শান্তির বার্তা দিতেই ছেড়ে দেয়া হয়েছে ভারতীয় পাইলট অভিনন্দনকে। শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। কুরেশি বলেন, অভিনন্দনকে আমরা কোন চাপের মুখে ছেড়ে দেইনি। আমরা ভারতের দুঃখ বাড়াতে চাইনি আমারা চাইনি ভারতের কোন নাগরিকের শোচনীয় অবস্থা করতে। আমরা শান্তি চাই। এছাড়া তিনি আরো বলেন, ভারত যদি পুলওয়ামা হামলায় জইশ-ই-মুহাম্মদের জড়িত থাকার প্রমাণ আমাদের দেয় তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এসময় তিনি আরো বলেন, পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোন ব্যবস্থা নিতে প্রস্তুত। এছাড়া পাকিস্তানের এ মন্ত্রী এসময় জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামাতে গত ১৪ ফেব্রুয়ারি এক জঙ্গি হামলায় অন্তত ৪২ জন ভারতীয় জওয়ান নিহত হয়। এই হামলার দায় স্বীকার করে জইশ-ই-মোহাম্মদ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ