Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি শ্রমিকদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বৃহস্পতিবার পুরো ভারতজুড়ে হাজার হাজার এমজিএনআরইজিএ কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এফআইআর দায়েরের চেষ্টা করে। সময়মতো বেতন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সেটা না রাখায় এই সিদ্ধান্ত নেয় কর্মীরা। দেশের নয়টি রাজ্যের ১৫০টি পুলিশ স্টেশনে একসাথে এই সম্মিলিতভাবে এই প্রচেষ্টা নেয়া হয়। অবশ্য কোন স্টেশনের পুলিশই কোন এফআইআর গ্রহণ করেনি। কয়েকটি স্টেশনে তাদের অভিযোগ তদন্তের আশ্বাস দেয়া হয়েছে। শ্রমিকরা বলছে যে, পর্যাপ্ত কাজের সুযোগ এবং সময়মতো বেতন না দিয়ে ভারত সরকার আইন লঙ্ঘন করেছে। এবং সরকারের প্রধান হিসেবে মোদি এখানে প্রধান আইন ভঙ্গকারী। তাই, কর্মীরা দাবি করেছে যাতে, ইন্ডিয়ান পেনাল কোডের ১১৬ ধারা এবং ৪২০ ধারা অনুযায়ী মোদিকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়। এনআরইজিএ সঙ্ঘর্ষ মোর্চার মতে, গত পাঁচ বছরে কর্মসংস্থান গ্যারান্টি স্কিমকে ‘ইচ্ছাকৃতভাবে দমিয়ে’ রাখা হয়েছে। সংগঠনটি বলেছে যে, সরকার পর্যাপ্ত বরাদ্দ দেয়নি, সময়মতো অতিরিক্ত চাহিদার অর্থ দেয়নি, বেতনের সময় বিলম্বিত করেছে এবং কর্মীদের দাবি দাওয়াকে চাপা দিয়েছে। এসএএম।



 

Show all comments
  • ash ৩ মার্চ, ২০১৯, ৮:১০ এএম says : 0
    HAHAHAAHAHAHHA INDIA CANT PAY WORKERS WAGES , FARMERS R HANGING THEM SELF AL MOST EVERY DAY ! HALF OF THE POPULITIONS OF INDIA DONT HAVE TOILETS ! THEY SHITT ON FIELD OR TRAIN LINE !! WHAT A SHAMEEEEE OF INDIA !! THEY HAVE BIG MOUTH, KEEP BUYING BILLIONS OF $$ S ARMS & BULLING WITH THEIR SMALLL NEBARS ! HAHAHAHHA SHAMEEDD OF UUUUUUUUUUUUUUUUUUU INDIA
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ