Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় গণমাধ্যম ছোট ঘটনা বড় করে দেখায় : অভিনন্দন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ভারতীয় গণমাধ্যম সবসময় ছোট ঘটনা বড় করে দেখায় এবং এতে মানুষ বিভ্রান্ত হয় বলে জানালেন ‘ইন্ডিয়ান এয়ার ফোর্স’র(আইএএফ) উইং কমান্ডার অভিনন্দন। স্থানীয় সময় রাত আটটা ৩৫ মিনিটে প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘ডন’ দেশটির জাতীয় টেলিভিশনে স¤প্রচারিত একটি ভিডিওটেপের বরাত দিয়ে একথা জানায়। এতে অভিনন্দনকে তার ইউনিফর্মে দেখা যায়। অভিনন্দন বলেন, আমি উইং কমান্ডার অভিনন্দন। আমি আইএএফের একজন ফাইটার পাইলট। আমি যখন লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করছিলাম, তখন পাকিস্তান এয়ার ফোর্সের গুলিতে আমার বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর আমি প্যারাস্যুট করে যখন মাটিতে পা রাখি, তখন আমার হাতে পিস্তল ছিল। তিনি বলেন, সেখানে অনেক মানুষ ছিল। আমার কাছে নিজেকে রক্ষা করার একটাই উপায় ছিল। আমি আমার পিস্তল ফেলে দিই এবং দৌড়াতে শুরু করি। সেখানকার মানুষ আমাকে ধরে ফেলে। তারা খুবই উত্তেজিত ছিল। ঠিক তখনই দুই পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তা এসে আমাকে রক্ষা করে। ভারতীয় পাইলট বলেন, পাকিস্তানি সেনারা আমাকে তাদের ইউনিটে নিয়ে যান। সেখানে আমাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তারপর আমাকে একটি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালটিতে আমার স্বাস্থ্য পরীক্ষা করে আবারও চিকিৎসা দেয়া হয়। পাকিস্তানের সেনাবাহিনী খুবই প্রফেশনাল। আমি এখানে স্বস্তিবোধ করেছি এবং পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ভালো সময় কাটিয়েছি। এজন্যে আমি খুবই ‘ই¤েপ্রসড’। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ