Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মস্কো যাচ্ছে ভেনিজুয়েলার তেল কোম্পানি

মিথ্যা প্রতিশ্রুতির মোহে একশ, সেনার পক্ষত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র সদর দফতর পর্তুগালের রাজধানী লিসবন থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। শুক্রবার রাশিয়া সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মাদুরো’র এ সংক্রান্ত নির্দেশনার কথা নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি বলেন, রাশিয়ার তেল কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় কারাকাস। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের তেল উৎপাদন বাড়ানোর জন্য রুশ ফেডারেশনের কাছ থেকে সব রকম সহযোগিতা গ্রহণ করা হবে। রদ্রিগেজ বলেন, ভেনিজুয়েলার রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা রক্ষায় পিডিভিএসএ’র সদর দফতর লিসবন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, ব্রিটিশ ব্যাংকে সংরক্ষিত ভেনিজুয়েলার সম্পদ এখন ফেরত দিতে রাজি হচ্ছে না লন্ডন। কাজেই ইউরোপের কোনও দেশেই ভেনিজুয়েলার সম্পদ আর নিরাপদ নয়। উল্লেখ্য, স¤প্রতি যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দিয়ে ‘ব্যাংক অব ইংল্যান্ড’ ভেনেজুয়েলার ১২০ কোটি ডলার মূল্যের স্বর্ণ বাজেয়াপ্ত করেছে। ভেনিজুয়েলার ন্যাশনাল গার্ড বাহিনীর শতাধিক সদস্য পক্ষত্যাগ করেছে। পক্ষত্যাগ করলে প্রত্যেক সেনা সদস্যকে ২০ হাজার ডলার দেয়া হবে বলে কথিত প্রতিশ্রুতির ভিত্তিতে এ সব সেনা সদস্য প্রতিবেশী মার্কিন মিত্র দেশ কলাম্বিয়ার সীমান্ত অতিক্রম করে। ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদরিনো লোপাস এ তথ্য জানিয়েছেন। তার এ বক্তব্য দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তিনি আরো বলেন, ২০ হাজার ডলার দেয়ার প্রতিশ্রুতি শেষ পর্যন্ত মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এ ছাড়া, শতাধিক সেনা পক্ষত্যাগের বিষয়টি ভেনিজুয়েলার বাহিনীর জন্য কোনো বিপর্যয় সৃষ্টি করেনি। পাশাপাশি এতে ভেনিজুয়েলার সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না বলে জানান তিনি। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ