Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমণির বিএমডব্লিউ গাড়ি কেনা নিয়ে প্রশ্ন

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি কোটি টাকা মূল্যের বিলাসবহুল বিএমডবিøউ গাড়ি কিনেছেন চিত্রনায়িকা পরীমণি। গত শনিবার রাতে নিজের ফেসবুক ফ্যান পেইজে একটি বিএমডবিøউ গাড়ির ছবি আপলোড করেন পরীমণি। পরীমণি জানান, এটা তার নতুন গাড়ি। কালো রঙ তার পছন্দ। এ কারণে গাড়ির রঙটিও কালো। তবে পরীমণির বিএমডবিøউ গাড়ি কেনা নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্রে গুঞ্জন শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, কোটি টাকা মূল্যের গাড়ি কেনার মতো অবস্থানে পরীমণি রয়েছেন কিনা। কারণ এ পর্যন্ত তার মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাই ব্যবসা করেনি। আর তিনি সিনেমা প্রতি যে পারিশ্রমিক পান তার সঙ্গে এই গাড়ি কেনা কতটা সঙ্গত? তার আয়ের সাথে এই ব্যয় যেন কোনোভাবেই মিলছে না। উল্লেখ্য, পরীমণির আগে শুধু একজন নায়িকাই বিএমডবিøউ গাড়ি ব্যবহার করেন এবং এখনও করছেন। তিনি হচ্ছেন, জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা। তাকে গাড়িটি উপহার দেন তার স্বামী জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীমণির বিএমডবিøউ গাড়ি কেনা নিয়ে প্রশ্ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ