ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ৮ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) ইউনিভার্সিটির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম।
এ সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. চৌধুরী নাফিজ শারাফাত, স্কুল অব বিজনেস এর ভার্চুয়াল ডিন প্রফেসর এমিরেটাস ড. আতিউর রহমান, এক্সিকিউটিভ চেয়ারম্যান শাহনুল হাসান খান, প্রো-ভিসি প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর এম. এ. আরাফাত, প্রফেসর মো. মাহবুবুর রহমান, স্কুল অব বিজনেসের বিভাগীয় প্রধান এস.এম. আরিফুজ্জামান, ট্রেজারার এহসানুল কবির (মনোনীত), রেজিস্ট্রার ব্রি. জে. মো: আসাদুজ্জামান সুবহানী (অব.) এবং এ্যাডিশনাল রেজিস্ট্রার, বাহাউদ্দিন মোহাম্মদ ঈছা।
সভায় মানসম্পন্ন শিক্ষা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, ইউজিসির সকল নিয়ম বাস্তবায়ন, বিভিন্ন অনুষদের শিক্ষক নিয়োগ ও নানা সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেছেন সিন্ডিকেট সদস্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।