Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবাশ সিইসি শাবাশ!

‘ভোটার দিবস’ পালনে ঘোড়ার গাড়িতে র‌্যালি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

‘ভোটার দিবস’ পালন করেছে নির্বাচন কমিশন। দিবসটি উপলক্ষে গতকাল আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনসহ সারাদেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কমিশন অফিস সাজসজ্জা করা হয়। নানা কর্মসূচির মাধ্যমে দিবসিট পালন করেছে ইসি। ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনের চারপাশ সাজানো হয় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য চার কমিশনারের ছবি টানিয়ে। বড় বড় ব্যানার ফেস্টুনে বড় বড় করে ‘ভোটার হব ভোট দেব’ ‘নিজে ভোটার হোন অন্যকে ভোটার হতে উৎসাহিত করুন’ এবং ‘পহেলা মার্চ ভোটার দিবস’ লেখা সংবলিত ব্যানার টানানো হয়। ইসি অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ভোটার হওয়া এবং ভোট দেয়ার গুরুত্ব ও তৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন। নির্বাচন কমিশন দিবসটি পালনে মিডিয়ায় বিজ্ঞাপন প্রকাশ, র‌্যালি এবং ঘোড়ার গাড়িতে ঘুরে বেড়িয়েছেন সিইসিসহ অন্যান্য কমিশনাররা। র‌্যালিতে হলুদ রঙের গঞ্জি ও নীল রঙের টুপি পরিহিত হাস্যোজ্বল সিইসি কে এম নুরুল হুদা যেন সাক্ষাৎ হুমায়ূন আহমেদের উপন্যাসে আবিস্কার চরিত্র ‘হিমু’।
সংসদ ভবনের সামনে থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত ঘোড়ার গাড়িতে করে আসেন সিইসি। র‌্যালিতে মাহবুব তালুকদার, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। সিইসি ভোটার দিবস পালনের সময় আগের দিনের (২৮ ফেব্রুয়ারি) ঢাকা সিটির নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, সিটি নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট। এটা শর্ট টার্মের নির্বাচন। তাছাড়া বৈরী আবহাওয়া ও বিরোধী দল না থাকার কারণেই ভোটারদের উপস্থিতি কম হয়েছে। এসময় অন্যান্য নির্বাচনে ভোটারদের উপস্থিতির একটি ছবি দেখিয়ে সিইসি বলেন, বাংলাদেশে ভোটের চিত্র বা উপস্থিতির হার এমনই হয়।
জাতীয় ভোটার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করতে কমিশন কাজ করে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে উৎসাহ উদ্দীপনা, ভোটাধিকার সুনিশ্চিত করণ ও সচেতনতা বাড়াতে দিবসটি পালিত হচ্ছে। বিরোধী দল অংশ না নিলেও ভোট ‘তাৎপর্যপূর্ণ’ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, কমিশনের প্রতি আস্থাহীনতা পরাজিত দলগুলোর ঐতিহ্য।
সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটারের অনুপস্থিতির পরও হুমায়ূন আহমদের হিমু সেজে উৎসব করায় সিইসি কে এম নুরুল ইসলাম দেশবাসীর অভিনন্দন দাবি করতে পারেন। দেশবাসীর উচিত শান্তিপূর্ণ সিটি নির্বাচন উপহার দেয়ায় সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রধান হিসেবে সিইসিকে শাবাশ দেয়া। কারণ তিনি জাতির কৃতি সন্তান হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।
‘ভোটার দিবস’ উপলক্ষ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে ভোটারদের সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশনকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, ভোটার যত বেশি সচেতন হবে নির্বাচনও তত সুষ্ঠু হবে। আমি জেনে খুশি হয়েছি, নির্বাচন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোটার তালিকাভুক্তকরণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে অবস্থান করছে। ভোটার তালিকাভুক্তরণের সাথে সাথে ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কেও সচেতন করে তুলতে হবে। তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে। আর নেতৃত্ব নির্বাচনের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে ভোট।
প্রেসিডেন্ট বলেন, এ প্রেক্ষাপটে জাতীয় ভোটার দিবস পালন খুবই গুরুত্বপূর্ণ। তাই এ দিবসটিকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তৃণমূল পর্যায়ে যথাযথভাবে পালন করা হলে দেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক সাড়া পড়বে। আমি আশা করব, দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে। তাহলেই দেশে দোষারোপের রাজনীতির পরিবর্তে শান্তি, সৌহার্দ, সহমর্মিতা ও পরমত সহিষ্ণুতার রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে। গণতন্ত্র ও উন্নয়ন এগিয়ে যাবে কাঙ্খিত লক্ষ্যে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হদার সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, নির্বাচন কমিশনার কবিতা খানম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বক্তৃতা করেন।
ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের উপনির্বাচন হানাহানি ছাড়াই সম্পন্ন করেছেন। সিটি নির্বাচনে দেখা গেছে সাধারণ ভোটাররা ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন। ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারানোর পরও পহেলা মার্চ হিমু সেজে ‘ভোটার দিবস’ পালন করেন। শুধু তাই নয় স্থানীয় নির্বাচনে শতকরা ৩১ ভাগ ভোটার ভোট দেয়ার পরও তিনি বেজায় খুশি। এমন করিৎকর্মা খুশি সিইসি দেশবাসীর কাছে বিশেষ করে যারা ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন তাদের কাছে ‘শাবাশি’ প্রত্যাশা করতেই পারেন। শাবাশ সিইসি শাবাশ!
সিলেট : সকালে দিবসটি উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। এ সময় র‌্যালিতে অংশ নেন সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গাইবান্ধা : গাইবান্ধা জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: আবদুল মতিনসহ অন্যান্য কর্মকর্তাগণ।
নওগাঁ : নওগাঁয় বর্ন্যাঢ্য র‌্যালী উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। পরে কেডি বিদ্যালয় মিলনায়তনে জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি(রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর বালিয়াকান্দি ইউএনও মো. মাসুম রেজার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতখান (ভোলা) : ভোলার দৌলতখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ’র সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরেও নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
হাতিয়া (নোয়াখালী) : নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জাকির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া(পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় বনার্ঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারভীর রহমান বক্তব্য রাখেন।
কয়রা(খুলনা)সংবাদদাতা : কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভুমি) রিপন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাখাওয়াৎ হোসেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোছা.শামছুন্নাহার আপেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আছাদুজ্জামান ।
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালী শেষে উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনাইমুড়ী (নোয়াখালী) : সোনাইমুড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা হকের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



 

Show all comments
  • Kader Ruhani ২ মার্চ, ২০১৯, ১:৫০ এএম says : 1
    কারো প্রতি বিদ্ধেষ নয় সম্মানের সহিত বলছি, আমি ভোটার তালিকা থেকে আমার নাম পত্যাহার করে নিতে চাই।
    Total Reply(0) Reply
  • Md Rony Miah ২ মার্চ, ২০১৯, ১:৫১ এএম says : 0
    এই লোক টা তার বাসায় নিজের সন্তানদের সামনে কি ভাবে তার মুখটা দেখান।
    Total Reply(0) Reply
  • Mahabubul Hoque ২ মার্চ, ২০১৯, ১:৫১ এএম says : 0
    জাতির সাথে তামাশা
    Total Reply(0) Reply
  • মোহাম্মাদ নূরুল ইসলাম ২ মার্চ, ২০১৯, ১:৫১ এএম says : 0
    ভোটাধিকার হত্যা দিবস পালন করলে মনে হয় যথাযথ হতো।
    Total Reply(0) Reply
  • Mohd Salim ২ মার্চ, ২০১৯, ১:৫২ এএম says : 0
    জাতীর জন্য লজ্জা দিবস
    Total Reply(0) Reply
  • Omar Faruque ২ মার্চ, ২০১৯, ১:৫২ এএম says : 0
    ভোটার দিবস না, জাতীয় বিনোদন দিবস! আর র‍্যালিটা ঘোড়ার গাড়িতে না করে গরুর গাড়িতে করা উচিত ছিল।
    Total Reply(0) Reply
  • Shariful Islam Shiblu ২ মার্চ, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    নির্লজ্জ ইসি, ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটার দিবস মারায়। সেটাও আবার বন্ধের দিনে।
    Total Reply(0) Reply
  • Mohammed Ismail ২ মার্চ, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    বাংলাদেশ থেকে লজ্জা শরম বিদায় নেওয়ার জন্য একমাত্র দায়ী সিইসি নূরুল হুদা ।
    Total Reply(0) Reply
  • Faruk Ahmed ২ মার্চ, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    এখন বুঝতে হবে এই সরকার, এই সিইসির অধীনে জনগন ভোট না দেয়ার কারনে দৈলিয়া সরকার ভোট র‍্যালী করে ভোট ভিক্ষা চায় এখন ।
    Total Reply(0) Reply
  • Md Nasir Khondaker ২ মার্চ, ২০১৯, ১:৫৪ এএম says : 0
    Ai Manuser lojja bolte kisoi nai aisob manus ki kore somaje nissash nichche.
    Total Reply(0) Reply
  • Feroz Murad ২ মার্চ, ২০১৯, ১:৫৪ এএম says : 0
    এদের মতো নির্লজ্জ নির্বাচন কমিশন বিশ্বের আর কোথাও নেই।
    Total Reply(0) Reply
  • লাল গোলাপ ২ মার্চ, ২০১৯, ১:৫৪ এএম says : 0
    ভোটার ছাড়া ভোটার দিবস হাসির কথা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ