Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা থেকে কক্সবাজার যাবে হাই স্পিড ট্রেন

চট্টগ্রামে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সরাসরি পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত হাই স্পিড ট্রেন সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন নির্মাণ কাজ ইতোমধ্যে ২২ ভাগ শেষ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন নির্ধারিত সময় ২০২২ সালের আগেই কাজ শেষ করা হবে। বৃহস্পতিবার রাতে নগরীর সিআরবি রেলওয়ের অফিসার্স রেস্ট হাউসে সাংবাদিকদের বিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ঢাকা-চট্টগ্রাম লাইনে হাই স্পিড ট্রেন সার্ভিস চালু করা হবে। আমাদের পরিকল্পনা আছে, সেই ট্রেন সার্ভিসটি চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাওয়ার। এই ট্রেন চলবে ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিতে। এতে ঢাকা-চট্টগ্রাম মাত্র এক ঘণ্টায় আসা যাওয়া করা যাবে। ২০২২ সালের আগেই চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া যাবে জানিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণকাজ পুরোদমে চলছে। কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে তার আগেই কাজ শেষ হবে। ২২ ভাগ কাজ শেষ হয়েছে, চলতি বছরের মধ্যে ৫০ ভাগ শেষ করা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ‚মি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। জমির মালিককে তিনগুণ টাকা দিয়ে ভ‚মি অধিগ্রহণ করা হয়েছে। জনগণ রেললাইন নির্মাণে সহযোগিতা করছে। বর্ষার সময়েও যাতে কাজ বন্ধ না হয়, সেই ব্যবস্থাও করা হয়েছে।
রেলওয়ের জমি দখলমুক্ত করা বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, রেলওয়ের জমিতে অবৈধ উচ্ছেদ করে কী হবে? উচ্ছেদ করলাম, কিছুদিন পর দেখা গেলো আবারও দখল করে ফেলেছে। আপনারা পরামর্শ দেন, জমি উদ্ধার করে আমরা কী করবো? তবে নতুন করে যাতে রেলওয়ের জমি দখল না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। এ সময় রেলওয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন

৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ