Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনের ছাদে যাত্রী ও কালোবাজারি বন্ধে মনিটরিং সেল গঠিত

হাইকোর্টে প্রতিবেদন দাখিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:০৭ এএম

ট্রেনের ছাদে যাত্রী পরিবহণ এবং টিকিট কালোবাজারি বন্ধে ‘মনিটরিং সেল’ গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। হাইকোর্টে দাখিলকৃত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিচারপতি মো:নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চ গতকাল রোববার মন্ত্রণালয় প্রতিবেদন দাখিল করে। মন্ত্রণালয়ের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক প্রতিবেদনটি আদালতে জমা দেন।প্রতিবেদনে বলা হয়েছে,টিকিটবিহীন যাত্রী যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে ৫০টি স্টেশনে বিশেষ ফেন্সিং করা হচ্ছে।

এর আগে ২১ জুলাই ট্রেনের ছাদে যাত্রী বহন বন্ধ ঘোষণা করেন হাইকোর্ট। আদালত বলেছেন, এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।হাইকোর্ট বলেন,ট্রেনের ছাদে যাত্রী বহন আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী বহন বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে।টিকিটের কালোবাজারি বন্ধে নেয়া পদক্ষেপ আদালতকে জানাতে বলা হয়।এ প্রেক্ষিতে গতকাল এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করে মন্ত্রণালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনের ছাদে যাত্রী ও কালোবাজারি বন্ধে মনিটরিং সেল গঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ