Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্রোহীদের পদচারণায় বেকায়দায় প্রধান দুই দলের মনোনীতরা রাণীনগরের ৮ ইউনিয়ন

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা

দেশে এই প্রথম ইউপি পর্যায়ে দলীয় প্রতীকে পর্যায়ক্রমিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১, সংরক্ষিত সদস্য পদে ৯১ এবং সাধারণ সদস্য পদে ৩১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে অনেকেই দলীয় নির্দেশনাকে উপেক্ষা করে মনোনয়ন দাখিল করেছেন। আর সে কারণে ব্যাপক পরিমাণ স্বতন্ত্রপ্রার্থী দেখা দিয়েছে। রাণীনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা, ঘোষিত তফশিল মতে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল গত ২ মে। কিন্তু পরবর্তিতে আবারো মনোনয়নপত্র দাখিলের একদিন বৃদ্ধি করায় ৩ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। উপজেলার ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, বিএনপি থেকে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও রাণীনগর কালীবাড়ি হাট বণিক সমিতির সভাপতি ফরহাদ হোসেন ম-ল এবং আ.লীগের মো. গোলাম মোস্তফা ও এসএম মাসুদ রানা (বিশু) এবং দলীয় পরিচয় ছাড়াই হোমিও চিকিৎসক মো. আনজির হোসেন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এবং সংরক্ষিত সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ২নং কাশিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, বিএনপি থেকে উপজেলা বিএনপির সহ-সভাপতি, ইউপি বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান বাঘা, জাতীয় পার্টি (জাপা) থেকে মো. বাবলু প্রামাণিক এবং আ.লীগের মো. আব্দুল গফুর, মো. ইব্রাহিম আলী ম-ল, মো. আলমগীর হোসেন ও বিএনপির বর্তমান চেয়ারম্যান মো. মকলেছুর রহমান (বাবু) ও মো. বেদারুল ইসলাম স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এবং সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন হিসেবে মনোনয়নপ্রত্র জমা দিয়েছেন। ৩নং গোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের যগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল হাসনাত খান (হাসান), বিএনপি থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আমিনুল ইসলাম বেলাল, জাতীয় পার্টি (জাপা) থেকে মো. মোয়াজ্জিম হোসেন এবং আ.লীগের মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল আরিফ রাঙ্গা, মো. আব্দুল খালেক ও দলীয় পরিচয় ছাড়া মো. আব্দুল কুদ্দুস শেখ স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এবং সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৪নং পারইল ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান, বিএনপি থেকে ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক মো. মসিউর আলম (টুকু) এবং আ.লীগের গৌতুম কুমার ও দলীয় পরিচয় ছাড়া মো. হাফিজুর রহমান স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৫নং বড়গাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শফিউল আলম (শফির উদ্দিন), বিএনপি থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. রেজাবুল হক। বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এবং সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৬নং কালীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম বাবলু, বিএনপি থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন-অর-রশিদ, জাতীয় পার্টি (জাপা) থেকে মো. রাহেদুল মজিদ বাবলু এবং আ.লীগের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল ওহাব চাঁন, মো. আব্দুর রাজ্জাক ও এস এম লুৎফর রহমান ও বিএনপির বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তাফিজুর রহমান (গোলাম) স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এবং সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৭নং একডালা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, বিএনপি থেকে ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. মোসারব হোসেন। আ.লীগ থেকে মো. রুহুল আমিন ও মো. আজিজুর রহমান স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এবং সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। ৮নং মিরাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. রফিকুল আলম, বিএনপি থেকে ইউনিয়ন বিএনপির সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. জামাল উদ্দীন প্রামাণিক। বিএনপি থেকে মো. ইয়াকুব আলী স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এবং সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন জানান, ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্রোহীদের পদচারণায় বেকায়দায় প্রধান দুই দলের মনোনীতরা রাণীনগরের ৮ ইউনিয়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ