মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে উত্থাপিত ভেনিজুয়েলা বিষয়ক একটি প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। ওই প্রস্তাবে ল্যাতিন যুক্তরাষ্ট্রর দেশটির চলমান অস্থিরতা কাটিয়ে ওঠার লক্ষ্যে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানানো হয়েছিল। প্রস্তাবটির প্রতি স্বাভাবিকভাবেই ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইডো সমর্থন জানালেও নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্যের বিরোধিতার কারণে পাস হতে পারেনি। প্রস্তাবটির খসড়ায় ভেনিজুয়েলার প্রতি ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রত্যাবর্তনের’ আহ্বান জানানো হয়েছিল। বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবটির খসড়ায় ভেনিজুয়েলার জন্য যুক্তরাষ্ট্রর পাঠানো ত্রাণ সহায়তা নির্বিঘ্নে প্রবেশ করতে দেয়ার আহ্বান জানানো হয়েছিল। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে যুক্তরাষ্ট্রর প্রতি ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে ওই ত্রাণ তার দেশে প্রবেশ করতে দেবেন না বলে ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে ত্রাণের বহর প্রতিবেশী ব্রাজিল ও কলম্বিয়া সীমান্তে আটকে দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনিজুয়েলার বিরোধীদলের পক্ষ থেকে জ্বালাওপোড়াওয়ের কিছু ছবি তুলে ধরেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিজা।পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।