Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক সপ্তাহের মধ্যেই আইএসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় : এসডিএফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

সিরিয়ার কুর্দি যোদ্ধারা ঘোষণা করেছে যে আগামি এক সপ্তাহের মধ্যেই তারা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সম্পূর্ন বিজয় লাভ করতে যাচ্ছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) নেতা মাজলুম কোবানি বৃহস্পতিবার এক বৈঠকে এ কথা বলেন। আইএস জঙ্গিদের হাত থেকে মুক্ত হওয়া ২৪ কুর্দি যোদ্ধার সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই বক্তৃতা দেন। এসডিএফ কমান্ডার ইন চিফ জানান, এক সপ্তাহের মধ্যেই আমরা আইএসের বিরুদ্ধে সম্পূর্ন বিজয় ঘোষণা করব। তার এ বক্তব্যের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় মাজলুম কোবানি মুক্তি পাওয়া ওই কুর্দি যোদ্ধারের সঙ্গে করমর্দন করছেন। সেখানে বলা হয় ২২ দিন আগে ওই যোদ্ধারা আইএসের কাছে আটক হয়েছিল। এসডিএফ যোদ্ধারা বর্তমানে ইরাক সীমান্তবর্তী গ্রাম বাঘুজ দখলের জন্য লড়াই করছে। গত কয়েক সপ্তাহ ধরে এটিই সিরিয়ায় আইএসের সর্বশেষ ঘাটি হিসেবে টিকে আছে। বৃহস্পতিবার এসডিএফের মুখপাত্র আদনান আফ্রিন এএফপিকে জানান, শীঘ্রই তারা জঙ্গিদের পুশ দিতে যাচ্ছে। এরপর যদি হয় তারা আত্মসমর্পন করবে নইলে মরবে। ইউফ্রেতিস নদীর তীরে অবস্থিত এই গ্রামে এখনো কয়েক হাজার পর্যন্ত মানুষ আটকে আছে বলে ধারনা করা হচ্ছে। ইতিমধ্যে আসেপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয় শিবিরে রাখা হয়েছে। উত্তর সিরিয়ায় আইএস হটাতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে এসডিএফ। ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ