Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদিকে পুতিনের ফোন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

কয়েকদিনের ভয়াবহ উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপনে বিশ্ব সম্প্রদায়কে তৎপর হতে দেখা যাচ্ছে। উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। একই প্রস্তাব দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম শুনিয়েছেন আশার বাণী। এ অবস্থায় মধ্যস্থতা করার প্রস্তাব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তার দেশ পারমাণবিক শক্তিধর এই দেশ দুটির মধ্যে উত্তেজনা লাঘবে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। শান্তির লক্ষ্যে ভারতীয় আটক পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণা দেয়ার পরই চারদিক থেকে এমন প্রস্তাব আসছে। নরেন্দ্র মোদিকে ফোন করে পুতিন বলেছেন, তিনি আশা করেন উত্তপ্ত পরিস্থিতি দ্রুতই সমাধান হবে। এ কথা বলা হয়েছে ক্রেমলিনের এক বিবৃতিতে। এ সময়ে দুই নেতাই ভবিষ্যতে তাদের সামরিক ও প্রযুক্তি বিষয়ক সম্পর্ক আরো জোরদারের আগ্রহ ব্যক্ত করেন। এখানে উল্লেখ্য, বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ