Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাইলট ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে

চট্টগ্রামে পুলিশের আইজিপি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১০ এএম

বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী ছিনতাই চেষ্টার ঘটনায় মামলায় বিমানের পাইলট, ক্রুসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। যেসব আলামত পাওয়া গেছে সেগুলোর ফরেনসিক টেস্টও করা হবে। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় নগরীর দামপাড়া প্যারেড মাঠে নগর পুলিশের (সিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি।
২৪ ফেব্রুয়ারি বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট তা জরুরি অবতরণ করান। পরে সেনা কমান্ডো অভিযানে মারা যান ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমদ। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় পলাশ আহমদ ও অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার। মামলা তদন্ত করছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটটের পরিদর্শক রাজেশ বড়ুয়া।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বিমান ছিনতাই চেষ্টার মামলার আলামত জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশক্রমে আলামতগুলো সিআইডির ফরেনসিক বিভাগে পাঠিয়ে পরীক্ষা করা হবে। বিমানের পাইলট, ক্রু, প্রতক্ষ্যদর্শীসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন আইজিপি। আলোচিত এ হত্যা মামলার তদন্ত কবে নাগাদ শেষ হবে এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, মামলাটি এখনও তদন্তাধীন। গোয়েন্দা বিভাগ মামলাটি তদন্ত করছে। তাদেরকে নির্দেশনা দিচ্ছি যত দ্রুত সম্ভব তদন্ত সম্পন্ন করার জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাইলট ক্রুদের জিজ্ঞাসাবাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ