Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

স্বতন্ত্রদের চাপ প্রয়োগ ছাত্রদল প্রার্থী লাঞ্ছিত

ডাকসু নির্বাচন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১০ এএম

ডাকসু ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের জন্য ছাত্রলীগ কর্তৃক চাপ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সংগঠনটির ঢাবি শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস ও কেন্দ্রীয় সংসদের এজিএস প্রার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বিভিন্ন হলে এসে ছাত্রলীগ থেকে স্বতন্ত্রভাবে মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করতে বলেন। এরআগে বুধবার রাতে সলিমুল্লাহ মুসলীম হলে হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সতন্ত্র প্রার্থীদের ডেকে প্রার্থীতা প্রত্যাহারে আল্টিমেটাম দেন।
অপর একটি ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি- জিএস- এজিএস ও সদস্য পদের প্রার্থীদের লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে যাওয়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক ভিপি প্রার্থী অভিযোগ করেন প্রার্থীতা প্রত্যাহারে তাকে ছাত্রলীগ থেকে চাপ দেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে ডেকে প্রভোস্টের কক্ষে নিয়ে যায় এবং মনোনয়ন প্রত্যাহার করতে বলে। এসময় সনজিত চন্দ্র দাস প্রার্থীতা প্রত্যাহারের চাপ দিয়ে তার সাথে খারাপ ব্যবহার করেন বলে তিনি জানান। একই হলের সদস্য পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার না করলে তাকে শিবির ব্লেই দিয়ে হল ছাড়া করার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল, মাস্টার দা সূর্যসেন হল ও বিজয় একাত্তর হলের একাধিক প্রার্থী তাদেরকে প্রার্থীতা প্রত্যাহারে চাপ দেওয়া ও ছাত্রলীগ সমর্থিত প্রার্থীকে সমর্থণ দিতে বলার অভিযোগ করেন। এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপস স্বতন্ত্র প্রার্থীদের ডেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করার আল্টিমেটাম দেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ বিষয়ে তিনি বলেন, আমরা বিভিন্ন হলে গিয়েছি সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলতে। এসময় আমরা তাদের সমস্যা, অভিযোগ নিয়ে কথা বলি ও ছাত্রলীগের প্যানেলের প্রতি সমর্থন যাচাই করার চেষ্টা করি। নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার এস. এম. মাহফুজুর রহমান এ বিষয়ে বলেন, এটা তাদের দলীয় ব্যাপার। তবে ভুক্তভোগী কেউ যদি এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ করে তাহলে নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।
অপর একটি ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে হল সংসদের ভিপি পদপ্রার্থী মোসাদ্দেক রহমান সৌরভ, জিএস পদপ্রার্থী জসীম খান, এজিএস সাব্বীর হোসাইন ও সদস্য সচিব মনজুরুল আলম রিয়াদ হল প্রাধ্যক্ষের সাথে দেখা করতে গিয়ে ছাত্রলীগ কর্তৃক লাঞ্চিত হন। তাদের অভিযোগ হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি কামরুজ্জামান শুভর নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়েছে। ভিপি পদপ্রার্থী মোসাদ্দেক রহমান সৌরভ বলেন, হল প্রাধ্যক্ষ্যের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হলে গিয়ে আমরা উনাকে না পাওয়ায় অন্য একজন আবাসিক শিক্ষকের সাথে কথা বলে হল ক্যান্টিনে খেতে যাই। ক্যান্টিনে ছাত্রলীগের সহ-সভাপতি কামরুজ্জামান শুভর নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা আমাদের মারধর করে হল থেকে বের করে দেয়। ছাত্রদল থেকে ডাকসুর ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন,অমর একুশে হল শাখার ভিপি জিএস এজিএস ও সদস্য সচিব হলে খাবার খেতে গেলে ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।
প্রাথমিক তালিকায় বাদ পড়া প্রার্থীদের আপিল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া প্রার্থীরা প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন। তালিকা থেকে তাদের বাদ দেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীল নকশার অংশ উল্লেখ করে প্রয়োজনে আইনের আশ্রয় নেয়ার ঘোষণা দিয়েছেন কোন কোন প্রার্থী। এর আগে বুধবার ডাকসু ও হল সংসদের বিভিন্ন পদে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রার্থী তালিকা থেকে বাদ পড়াদের বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর আপিল করার সুযোগ থাকায় কেন্দ্রীয় সংসদ থেকে বাদ পড়া মোট ৭জন প্রার্থীর মধ্যে ৫জন আপিল করেন। নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার এসএম মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে যাছাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা জানান।
বুধবার প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা যায় কেন্দ্রীয় সংসদের ২৫ পদে ২৩১ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়। এতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১২ জন, এজিএস পদে ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৫ জন এবং ১৩টি সদস্য পদের বিপরীতে ৮৮ জনের নাম আসে। তালিকা থেকে বাদ পড়েন ৭ প্রার্থী। এরমধ্যে জিএস পদে রয়েছেন দু’জন হেভিওয়েট প্রার্থীসহ বাদ পড়েন সদস্য প্রার্থী ছাত্রলীগ নেত্রী ইশাত কাশফিয়া ইরা। জিএস পদে বাদ পড়াদের মধ্যে রয়েছেন স্বতন্ত্রভাবে নির্বাচন করা এ আর এম আসিফুর রহমান ও বামজোটের প্রার্থী উম্মে হাবীবা বেনজীর। এদের মধ্যে বেনজীরকে ভোটার তালিকায় নাম নেই ও আসিফুর রহমানকে তথ্যের অসম্পূর্ণতা থাকায় প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে মন্তব্যে লেখা রয়েছে। একই পদে ছাত্রলীগ থেকে নির্বাচন করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। প্রার্থীতা বাদ পড়া সদস্যরা আইনের আশ্রয় নেয়ার ঘোষণা দেন। এ বিষয়ে স্বতন্ত্রপ্রার্থী এ আর এম আসিফুর রহমান বলেন সব ধরণের প্রক্রিয়া অনুসরণের পরেও আমার প্রার্থীতা বাদ করা হয়েছে। আর বেনজির জানান প্রয়োজনে আইনের আশ্রয় নেয়ার কথা। এদিকে প্রার্থীতা প্রাথমিক তালিকা প্রকাশিত হওয়ার পর কোন প্রতিদ্বন্ধী না থাকায় বিভিন্ন হল সংসদের ৩৫ পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ মনোনীত প্রার্থীরা।



 

Show all comments
  • সত্য হক ১ মার্চ, ২০১৯, ১:৪০ এএম says : 0
    জাতীয় নির্বাচনের মত এই নির্বাচনও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। এবং ছাত্রলীগ জিতবে। ১ কোটি টাকা বাজি।
    Total Reply(0) Reply
  • ফখরুদ্দিন ১ মার্চ, ২০১৯, ১:৪০ এএম says : 0
    বাংলাদেশ কখনও হারে নাই হারবেও না। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কখনও টিকতে পারবে না।
    Total Reply(0) Reply
  • Aslam Bhai ১ মার্চ, ২০১৯, ১:৪১ এএম says : 0
    ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত ছিল।
    Total Reply(0) Reply
  • Kazi S. Alam ১ মার্চ, ২০১৯, ১:৪১ এএম says : 0
    DHAKSHU wants to do the election in night, why innocent students want to involve on it.
    Total Reply(0) Reply
  • আশফিক ১ মার্চ, ২০১৯, ১:৪২ এএম says : 0
    ডাকসু নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার নিয়ম আছে ?
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ১ মার্চ, ২০১৯, ১:৪৩ এএম says : 0
    যেহেতু আদালতের নির্দেশে নির্বাচন দেয়া হয়েছে,তাই নির্বাচনের পরিবেশ না থাকলে তা ভিসি নয়,আদালতকেই জানানো উচিত
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ১ মার্চ, ২০১৯, ১:৪৩ এএম says : 0
    ডাকসু নির্বাচক সুষ্ঠু না হলে তার দায় ঢাবির শিক্ষক-ছাত্রদের। তাই এখানে কোন প্রকার ভোট চুরি বা জবরদস্তি করে ভোট আদায়ের ঘটনা ঘটলে সারাদেশের সাথে বাকী পাব্লিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছি ছি করে লজ্জা দিব।
    Total Reply(0) Reply
  • তাসলিমা বেগম ১ মার্চ, ২০১৯, ১:৪৪ এএম says : 0
    নজর রাখতে হবে ১০ মার্চ ভোররাতে যেন ভোট শুরু না হয়ে যায়, অথবা কৃত্রিম বিশৃঙ্খলা সৃষ্টি করে বাক্স ভরার সুযোগও যেন না পায় একাজে ইতিমধ্যে হাত পাকানো লোকেরা
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ১ মার্চ, ২০১৯, ১:৪৪ এএম says : 0
    ব্যালট পেপার সকাল ৮ টায় পৌঁছাবে i ১০ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হোক i নয়তো আবারো ৩০ ডিসেম্বর হবে i
    Total Reply(0) Reply
  • কবীর হোসেন ১ মার্চ, ২০১৯, ১:৪৪ এএম says : 0
    ডাকসু নির্বাচন ভালোয় ভালোয় হয়ে গেলে আশা করা যায় অন্য কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ভোটের হাওয়া বইতে শুরু করবে। ক্যাম্পাসগুলো হয়ে উঠবে আরও প্রাণবন্ত, প্রসারিত হবে ছাত্রজীবনের দিগন্ত।
    Total Reply(0) Reply
  • আনোয়ার ১ মার্চ, ২০১৯, ৭:৪৪ পিএম says : 0
    একাদশ সংসদ নির্বাচন এর মতোই হবে ডাকসু নির্বাচন। এটা নিশ্চিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকসু

৩ নভেম্বর, ২০২১
১৪ মার্চ, ২০২০
২৯ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ