মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১৪ ফেব্রুয়ারি ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের পুলওয়ামায় বিস্ফোরক বোঝাই আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণে ভারতীয় আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজাভ ফোর্র্স (সিআরপিএফ) -এর ৪৪জন সদস্য নিহত হয়। কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর উপর এ রকম ভয়াবহ হামলা এর আগে হয়নি। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদি এ হামলার কঠিন জবাব দেয়ার অঙ্গিকার করেন। ১১ দিন পর ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় ১২টি ভারতীয় মিরেজ জঙ্গি বিমান পাকিস্তানের অভ্যন্তরে কথিত একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হামলা চালায় ও বোমাবর্ষণ করে। এতে বিপুল সংখ্যক জঙ্গি নিহত হয়েছে বলে ভারতের দাবি। এর পরদিন ২৭ ফেব্রুয়ারি বুধবার পাকিস্তান বিমান বাহিনী দাবি করে যে তারা ২টি পাকিস্তানের আকাশ সীমায় ২টি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করেছে। একটি বিমান পাকিস্তান ভূখন্ডে বিধ্বস্ত হয় , পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান আটক হন। অন্য বিমানটি কাশ্মিরে ভারতীয় এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনার খবরে বুধবার আজাদ কাশ্মিরের জনগণ একদিকে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ প্রর্দন করে, অন্যদিকে দুটি ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ায় তাদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। নীচের ছবিগুলোতে তারই প্রকাশ ঘটেছেঃ
পাকিস্তানে ভারতীয় বিমান হামলার প্রতিবাদে আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাদে বুধবার এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে কাশ্মিরিরা ভারতের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে
বুধবার মুজাফফরাবাদে কাশ্মিরিরা ‘পাকিস্তানি সশস্ত্র বাহিনী দীর্ঘজীবী হোক’ লেখা ব্যানার নিয়ে মিছিল করে।
বুধবার ২টি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার কথা জানার পর মুজাফফরাবাদে কাশ্মিরিরা মিষ্টি খেয়ে ও বিলিয়ে তাদের আনন্দ প্রকাশ করে।
বুধবার দুটি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার পর মুজাফফরাবাদে কাশ্মিরিরা ‘ শিগগিরই জম্মু ও কাশ্মির স্বাধীন হবে’ লেখা ব্যানার নিয়ে ভারত বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে।
আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে উল্লসিত কাশ্মিরিরা লোকজনকে মিষ্টি খাইয়ে তাদের আনন্দ প্রকাশ করেন।
সূত্র: ইপিএ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।