মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মুক্তি পাচ্ছেন পাকিস্তানে আটক থাকা ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেয়া বক্তৃতায় এ কথা ঘোষণা করেছেন। শান্তির বার্তা দিতেই ভারতীয় পাইলটকে ফেরানো হচ্ছে বলে ইমরান জানিয়েছেন।
সামরিক ভাবে সুবিধা করতে না পারায় এবং প্রবল কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকায় ভারত তাদের আগ্রাসী অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়েছে। পাশাপাশি পাক প্রধানমন্ত্রী ইমরান খান সবসময়েই শান্তির বার্তা দিয়েছেন। এর অংশ হিসেবেই ইমরান খান ভারতীয় পাইলটকে মুক্তি দিচ্ছেন।
ভারতীয় বিমানবাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান বুধবার আটক হয় পাকিস্তানের হাতে। পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান এদিন ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছিল। তাদের চ্যালেঞ্জ করতে গিয়েই পাক আকাশসীমায় ঢুকে পড়েছিলেন অভিনন্দন। পাক হামলায় তার মিগ-২১ বিমানটি ধ্বংস হয়। অভিনন্দন প্যারাশুটে করে বিমানটি থেকে বেরিয়ে পড়েন। কিন্তু তিনি পাক অধিকৃত কাশ্মীরেই নামতে বাধ্য হন এবং পাক বাহিনী তাকে আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।