Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ান শুটারগানসহ ২ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

একটি ওয়ানশুটার গানসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার মোর্শেদুল আলম (২৪) সাতকানিয়ার বিল্লাপাড়ার মো. জামাল হোসেনের পুত্র এবং মো. আব্দুল আজিজ (৩১) কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা গ্রামের মরহুম মিরাজ আহম্মদের পুত্র। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের পাকড়াও করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ান শুটারগানসহ গ্রেফতার

২৮ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ