Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোবিপ্রবি ও ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও তুরস্কের ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাঝে শিক্ষা সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২৭ ফেব্রুয়ারি এ অনুষ্ঠানে নোবিপ্রবি’র পক্ষে স্বাক্ষর করেন ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান এবং ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর প্রফেসর ড.আলী ফুয়াত আয়দিন স্বাক্ষর করেন। এসময় অন্যদের মাঝে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, কনসাল বিদোশ বর্মণ, নোবিপ্রবি গ্র্যাজুয়েট তানজিনা রহমান, বাংলাদেশী শিক্ষার্থী ইকরামুল হাসান ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এমওইউ স্বাক্ষর শেষে নোবিপ্রবি ভিসি উক্ত বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের টেকনোপার্ক ও রিসার্চ সেন্টারসমূহ পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবিপ্রবি ও ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ