বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের সাত উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গত মঙ্গলবার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা। সাত উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোট ৮৯জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২৩, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২২, ভাইস চেয়ারম্যান পদে ৪৪ জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কক্সবাজার সদরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাইসারুল হক জুয়েল চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানা গেছে। এখানে সেলিম আকবর নামে একজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি তা তুলে নিয়েছেন বলে জানা গেছে। কক্সবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শুধুমাত্র একজন। তিনি হলেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কায়সারুল হক জুয়েল। ভাইস-চেয়ারম্যান পদে ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, ছোটন রাজা, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, রশিদ মিয়া, আবদুর রহমান, কাজী রাসেল আহমদ নোবেল ও কাউয়ুম উদ্দীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।