Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের দীর্ঘতম মুর‌্যালের উদ্বোধন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

দেশের সবচেয়ে দীর্ঘ মুর‌্যাল-এর উদ্বোধন করা হয়েছে গাজীপুরস্থ ৪৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সামিট-এ। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ স¤পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী হামিদুজ্জামান ভাস্কর্য পার্কে এ মুরালের উদ্বোধন করেন। ৩৪০ ফুট দৈর্ঘ্যরে মুর‌্যালটি নাম ‘শ্রম ও সৃষ্টি’। এর পাশাপাশি ওয়ার্ল্ড ইন ফ্রেম ও লাইফ এন্ড লাইফলেস নামে দুটি ভাস্কর্য রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্ম মানবতার সহজাত বৈশিষ্ট্য এবং প্রকৃতির প্রয়োজন, যাতে করে পৃথিবী উদ্ভাবন, নির্মাণ ও সৃষ্টিকর্ম বজায় রাখতে পারে। সামিট সেইসব ব্যবসা করে যার মধ্যে দিয়ে মানবতা ঐকতানে বাঁচতে পারে শান্তি এবং আনন্দের মধ্যে। আমরা শিল্প এবং দর্শনের সাথে একাত্ম। প্রাকৃতিক পরিবেশে উন্মুক্ত এই ভাস্কর্য পার্ক, শিল্পের প্রতি সামিটের অনন্য ভালোবাসার বহিঃপ্রকাশ। একই সাথে দীর্ঘ এই মুর‌্যাল ও ভাস্কর্য বাগান সামিটের গুরুত্বপূর্ণ একটি শিল্প প্রকল্প, যা শিল্পায়ন ও সৃষ্টিশীল কর্মের অখণ্ড সম্পর্কের একটি নজির। সামিট বিশ্বাস করে, প্রকৃত প্রবৃদ্ধি তখনই অর্জিত সম্ভব যখন কর্মসম্পাদন ও শিল্পের মধ্যে ভারসাম্য বিরাজ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীর্ঘতম মুর‌্যালের উদ্বোধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ