Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দানিয়া মামুন নোয়াখালীর পুত্রবধূ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৫৪ পিএম | আপডেট : ৯:৫০ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

ভারত মহাসাগরের প্রায় ১২শ’র বেশী ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিষ্টার দানিয়া মামুন নোয়াখালীর পুত্রবধূ। তাঁর শ্বশুরবাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের ড. মাওলানা আবদুর রহিমের বাড়ি। বাড়ির সামনে ফরাজিয়া দাখিল মাদরাসা রয়েছে।
ব্যারিষ্টার দানিয়া মামুন ২০১৩-২০১৬ সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার পিতা ড. মামুন আবদুল গাইয়ুম ১৯৭৮ থেকে ২০০৮ সাল পর্য্যন্ত দীর্ঘ ত্রিশ বছর মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন। লন্ডনে অধ্যয়নকালে দানিয়া মামুনের সাথে শোয়াইবের পরিচয় ঘটে। পরে দুইজন ব্যারিষ্টারি পাশ করেন। মামুন আবদুল গাইয়ুম মালদ্বীপের প্রেসিডেন্ট থাকাকালে উভয় পরিবারের সম্মতিতে ব্যারিষ্টার শোয়াইব ও ব্যারিষ্টার দানিয়া মামুনের বিয়ে সম্পন্ন হয়।
উল্লেখ্য, ব্যারিষ্টার শোয়াইবের পিতা ড. মাওলানা আবদুর রহিম ইংল্যান্ডের বার্মিংহাম মসজিদের গ্র্যান্ড ঈমাম ছিলেন। মুছাপুর গ্রামের বাড়িতে যোগাযোগ করে জানা গেছে, ব্যারিষ্টার দানিয়া মামুন কখনো তাঁর শ্বশুর বাড়িতে আসেন নি। বর্তমানে এ দম্পতি লন্ডনে বসবাস করছেন।
এ বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়নের কয়েকজন অধিবাসী ইনকিলাবকে জানান, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের কন্যা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিষ্টার দানিয়া মামুনের সাথে ব্যারিষ্টার শোয়াইবের বিয়ে হওয়ায় এটা শুধু নোয়াখালীবাসী নয়, বরং পূরো দেশবাসীর গর্বের বিষয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দানিয়া মামুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ