নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টেস্টে একশ উইকেট শিকারের দ্বারপ্রান্তে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। আর মাত্র ৩ উইকেট পেলেই টেস্ট ক্রিকেটে একশ উইকেটের মালিক হবেন তাইজুল।
এখন পর্যন্ত ২৩ টেস্টে ৯৭ উইকেট নিয়েছেন। এরমধ্যে দেশের মাটিতে ১৭ টেস্টে ৮১ উইকেট শিকার রয়েছে তার। বিদেশের মাটিতে ৬ টেস্টে ১৬ উইকেট রয়েছে তাইজুলের। রাত না পেরুতেই হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে নামবে বাংলাদেশ। এই ম্যাচেই নিশ্চয় মাইলফলক স্পর্শ করতে চাইবেন তাইজুল।
আর তিন ব্যাটসম্যানকে আউট করতে পারলেই টেস্ট ক্রিকেটে একশ উইকেট শিকার করা তৃতীয় বোলার হবেন তাইজুল। এর আগে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিক একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। সাকিব তো ইতোমধ্যে উইকেট শিকারে ডাবল-সেঞ্চুরি করেই ফেলেছেন। ৫৫ টেস্টে ২০৫ উইকেট রয়েছে সাকিবের। আর ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে অবসরে যান রফিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।