Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যুর কারণ অনুসন্ধানে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৫১ পিএম

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের মরিচপাড়ায় ১৫ দিনের মাঝে একই পরিবারের ৫ জনের মৃত্যুতে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ঐ এলাকার ভান্ডারদহ উচ্চ বিদ্যালয় ও ভান্ডারদহ প্রাথমিক বিদ্যালয়।
ভাইরাস আতংক ছড়িয়ে পড়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে আক্রান্ত পরিবারের চারপাশে এক কিলোমিটার ব্যাসার্ধ জায়গায় মানুষ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন, ঢাকা থেকে আসা মেডিকেল টিম ঘটনা স্থল পরিদর্শন করছেন, তার উপর নির্ভর করে ব্যবস্থা নেওয়া হবে, কারন বিষয় টি নিয়ে সকলে আতংকিত । অপর দিকে এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিলসার্জন ডাঃ শাহজাহান নেওয়াজ বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটা কোন ভাইরাস না তবুও ঢাকা থেকে আগত সরকারের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান(আই ই ডি সি আর) তদন্ত করছে। যদি এটা ভাইরাসজনিত কোন রোগ হতো তাহলে গ্রামবাসী বা প্রতিবেশিরা আক্রান্ত হতেন। ডাঃ মোঃ গাজী শাহ আলমের নেতৃত্বে ৫ সদস্যের এই বিশেষজ্ঞ দলে রয়েছেন, ডাঃ তানজিলা নওরিন, ডাঃ দেবাশীষ কুমার সাহা, মেডিকেল টেকনোলজিস্ট শাহনেওয়াজ পারভীন ও ইসমাইল খাঁন।
যেহেতু রোগ নির্নয় করা সম্ভব হয়নি। তাই অপেক্ষা করছি অনুসন্ধানকারীদের রিপোর্টের। এদিকে গ্রামবাসীরা রটিয়েছে আরেক গুজব তারা বলেন বাড়িতে একটি ঘর দু বছর ধরে তালাবদ্ধ করে রেখেছেন। তিনি সাধক, ফুকফাঁকের কাজ করতেন।
ভুত দেবতা জ্বিন বা কালি তাহেরের ওপর অসন্তুষ্ট হয়ে তার পরিবারকে ধ্বংস করেছেন।
ঐ পরিবারের মানে তাহেরের বড় ছেলে ইউসুফের স্ত্রী কোহিনুর ও তার ২ বছরের শিশু আবীর রংপুরে চিকিৎসাধীন রয়েছে। ঢাকার আইবিআই রেপিড রেসপন্স টিম আজ তাদের সেম্পলও সংগ্রহ করেছে বলে জানা গেছে।
তবে তাদের অবস্থার উন্নতি হয়েছে।
আশা করা যাচ্ছে নতুন করে আক্রান্ত না হলে আতংক কমে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ