Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় পাঁচ দিনব্যাপী কৃষিমেলা শুরু

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরায় পাঁচ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে। গতকাল রোববার সকালে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা জিএমএ গফুর, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষিই প্রাণ, কৃষিই সমৃদ্ধি। সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষকদের এখন আর সারের জন্য প্রাণ দিতে হয় না। সার কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। উৎপাদনে ভর্তুকি দেওয়া হচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে প্রয়োজন কৃষকদের আন্তরিক প্রচেষ্টা। তাদের প্রচেষ্টা ব্যতীত আমরা এগিয়ে যেতে পারবো না। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ২৩টি স্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরায় পাঁচ দিনব্যাপী কৃষিমেলা শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ