Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবির হলে তল্লাশি ১৮ ছাত্রলীগ কর্মী আটক

চবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে গভীর রাতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছাত্রলীগের ১৮ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। রোববার রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল সহায়তায় পুলিশ শাহজালাল ও সোহরাওয়ার্দী হলে এ অভিযান চালায়। অভিযান চলাকালে সোহরাওয়ার্দী হল গেস্ট রুম থেকে বহিরাগত এক নারীকে আটক করা হয় বলে জানা যায়।
জানা যায়, গত কিছুদিন ধরে শাখা ছাত্রলীগের কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েক দফা সংঘর্ষ থামালেও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান ছিল। এ বিরজমান পরিস্থিতি এড়াতেই এ তল্লাশি অভিযান পরিচালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী বলেন, পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি হলে তল্লাশি চালিয়েছে। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। দেশীয় অস্ত্রও পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ কর্মী আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ