Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ে অস্কার রামি মালেক আর অলিভিয়া কোলম্যানের

৯১ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস : সেরা চলচ্চিত্র ‘গ্রিন বুক’

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

১০টি বিভাগে অস্কার মনোনয়ন পেয়ে শ্রেষ্ঠ পরিচালক বিভাগসহ ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনটি অস্কার পেয়েছে ‘রোমা’। একজন আফ্রিকান-আমেরিকান মিউজিসিয়ান আর তার ইতালীয় বংশোদ্ভূত শোফার-দেহরক্ষীর বন্ধুত্বের বাস্তব গল্প অবলম্বনে নির্মিত ‘গ্রিন বুক।
‘বোহেমিয়ান রাপসোডি’তে কিংবদন্তীসম ব্রিটিশ ব্যান্ড কুইনের গায়ক ফ্রেডি মারকারির ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার জয় করেছেন মিশরি বংশোদ্ভূত রামি মালিক। চলচ্চিত্রটি পাঁচটি মনোনয়ন পেয়ে ৪ বিভাগে অস্কার জয় করেছে।
‘দ্য ফেভারিট’ চলচ্চিত্রে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকের জটিল এক পরিস্থিতিতে ব্রিটেনের রানি অ্যানের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কার জয় করেছেন অলিভিয়া কোলম্যান।
পরে ‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ চলচ্চিত্রে নীতিতে অবিচল মা শ্যারন রিভার্সের ভূমিকায় অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেত্রী বিভাগে সন্ধ্যার প্রথম অস্কারটি হাতে তুলে নেন রেজিনা কিং। ‘গ্রিন বুক’ চলচ্চিত্রে বিশ্বখ্যাত পিয়ানোবাদক ডন শার্লির ভূমিকায় অভিনয়ের জন্য মাহারশালা আলি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার জয় করেন; গত বছর তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার জয় করেছিলেন।
২২ জানুয়ারি বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অস্কার মনোনয়ন ঘোষণা করা হয়। হলিউডের সুপরিসর ডলবি থিয়েটারে আজ (সোমবার) বাংলাদেশ সময় সকাল ৭টা (যুক্তরাষ্ট্রে রবিবার প্যাসিফিক মান সময় বিকাল ৫টা, ২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় অস্কার নামে সমধিক পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। প্রথমেই ফ্রেডি মারকারি ছাড়া কুইন ব্যান্ড আর অ্যাডাম ল্যাম্বার্ট ‘উই উইল রক ইউ’ এবং ‘উই আর দ্য চ্যাম্পিয়ন্স’ গান দিয়ে মূল অস্কার অনুষ্ঠান শুরু করেন। ১৯৮৯ সালের পর আরেকবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হল কোনও প্রধান উপস্থাপক ছাড়া। কথা ছিল কেভিন হার্ট উপস্থাপনা করবেন কিন্তু সমকামিতা বিদ্বেষী মন্তব্যের কারণে সমালোচিত হবার পর তিনি দায়িত্ব ছেড়ে দেন।
এবিসি নেটওয়ার্ক ৯১ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি সরাসরি স¤প্রচার করেছে। উপমহাদেশের দর্শকদের জন্য স্টার মুভিজ অনুষ্ঠানটির সরাসরি দেখিয়েছে।

যারা বা যে চলচ্চিত্র অস্কার পেয়েছে
সেরা চলচ্চিত্র : ‘গ্রিন বুক’।
শ্রেষ্ঠ পরিচালক : আলফন্সো কুয়ারোন (‘রোমা’)।
শ্রেষ্ঠ অভিনেতা : রামি মালিক (‘বোহেমিয়ান রাপসোডি’)।
শ্রেষ্ঠ অভিনেত্রী : অলিভিয়া কোলম্যান (‘দ্য ফেভারিট’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা : মাহারশালা আলি (‘গ্রিন বুক’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী : রেজিনা কিং (‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’)।
চিত্রনাট্য (সংগৃহীত) : ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ (চার্লি ওয়াচেল, ডেভিড র‌্যাবিনোউইটজ, কেভিন উইলমট এবং স্পাইক লি, রন স্টলওয়ার্থের বই অবলম্বনে)।
চিত্রনাট্য (মৌলিক) : ‘গ্রিন বুক’ (নিক ভেলেলঙ্গা, ব্রায়ান কারি এবং পেটার ফেরেলি)।
সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স’।
সিনেমাটোগ্রাফি : ‘রোমা’ (আলফন্সো কুয়ারোন)।
কস্টিউম ডিজাইন : রুথ ই. কার্টার (‘ব্ল্যাক প্যান্থার’)।
পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘ফ্রি সোলো’ (জিমি চিন, এভান হেইস, এবং অন্য দুজন)।
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘পিরিয়ড. এন্ড অফ সেনটেন্স’ (রেকা যেটাবকি এবং মেলিসা বার্টন)।
চলচ্চিত্র সম্পাদনা : ‘বোহেমিয়ান রাপসোডি’ (জন অটম্যান)।
সেরা চলচ্চিত্র (বিদেশী ভাষা) : ‘রোমা’ (স্প্যানিশ, মেক্সিকো, পরিচালক- আলফন্সো কুয়ারোন)।
মেকআপ ও হেয়ারস্টাইলিং : গ্রেগ ক্যানম, কেইট বিস্কো এবং প্যাট্রিসিয়া ডেহানি (‘ভাইস’)।
সেরা মৌলিক যন্ত্রসঙ্গীত : ‘ব্ল্যাক প্যান্থার’ (লুডউইগ গোরেনসন)।
সেরা মৌলিক কণ্ঠসঙ্গীত : ‘শ্যালো’ (চলচ্চিত্র- ‘আ স্টার ইজ বর্ন’; সুর ও কথা- লেডি গাগা, মার্ক রনসন, অ্যান্থনি রোসো মান্ডো এবং অ্যান্ড্রু ওয়ায়েট)
শিল্প নির্দেশনা : ‘ব্ল্যাক প্যান্থার’ (হ্যানা বিকলার এবং জে হার্ট)।
স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘বাও’।
স্বল্পদৈর্ঘ্য লাইভ অ্যাকশন চলচ্চিত্র : ‘স্কিন’ (গি নাত্তিভ এবং জেইম রে নিউম্যান)।
সাউন্ড সম্পাদনা : জন ওয়ারহার্স্ট এবং নিনা হার্টস্টোন (‘বোহেমিয়ান রাপসোডি’)।
সাউন্ড মিক্সিং : পল ম্যাসি, টিম ক্যাভাজিন এবং জন ক্যাসালি (‘বোহেমিয়ান রাপসোডি’)।
ভিজুয়াল ইফেক্ট্স : ‘ফার্স্ট ম্যান’ (পল ল্যাম্বার্ট, আয়ান হান্টার, ট্রিস্টান মাইলস এবং জে. ডি. শোয়াম)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অলিভিয়া কোলম্যানের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ