Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে নিরবের মালয়েশিয়ান সিনেমা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

দীর্ঘদিন আটকে থাকার পর চিত্রনায়ক নিরব অভিনীত সিনেমা বাংলাশিয়া আগামী ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়াতে মুক্তি পেতে যাচ্ছে। সেখানের ১০৬টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পাবে। এ প্রসঙ্গে নিরব বলেন, মালয়েশিয়ার এ সিনেমাটির শূটিংয়ে অনেক কষ্ট করেছি। আমার স্বপ্নের একটি চলচ্চিত্র। আগামীকাল (আজ) সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে মালয়েশিয়া যাব। সিনেমাটির প্রচারণায় অংশ নেবো। এরপর দেশের ফিরবো। সিনেমাটিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের মুসলিম অভিনেত্রী আতিকা সোহাইমি। পরিচালনা করেছেন মালয়েশিয়ার নির্মাতা নেময়ুই। নিরব বলেন, বাংলাদেশে সিনেমাটির মুক্তির বিষয়টি এখনও চ‚ড়ান্ত নয়। আমি মালয়েশিয়ায় যাচ্ছি। সেখানে গিয়ে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি অবশ্যই চাইবো সব নিয়ম মেনে সিনেমাটি যেন আমার জন্মভ‚মিতেও মুক্তি পায়। উল্লেখ্য, পাঁচ বছর আগে বাংলাশিয়ার ট্রেলার প্রকাশিত হয়। জাপানের একটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল সিনেমাটি। কিন্তু মালয়েশিয়ার সরকার সারাবিশ্বে সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করে। এতে এমন কিছু বিষয় ছিল যা মালয়েশিয়া সরকারের বিপক্ষে যায়। শেষ পর্যন্ত ৩১টি দৃশ্য বাদ দিয়েই সিনেমাটির মুক্তির উদ্যোগ নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরবের মালয়েশিয়ান সিনেমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ