Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের খসড়া চূড়ান্ত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

চলচ্চিত্র সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে এর নীতিমালার পরিবর্তন করা হচ্ছে। সেন্সর বোর্ডের নাম চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করার উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। পাশাপাশি একটি খসড়া নীতিমালাও চ‚ড়ান্ত করা হয়েছে। গত ২৪ ফেব্রæয়ারি তথ্য মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক আলমগীর, প্রযোজক ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদুল আলম খসরু, শিল্পী সমিতির সাধারণ স¤পাদক জায়েদ খানসহ অনেকে। প্রযোজক ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদুল আলম খসরু জানান, আমাদের সভা ভালোভাবেই হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক সভা পরিচালনা করেছেন। সেন্সর বোর্ডকে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে রূপান্তর করার জন্য খসড়া প্রস্তুত হয়ে গেছে। পর্যাক্রমে এই খসড়া বিভিন্ন মহলে যাবে এবং সংসদে উত্থাপনের মাধ্যমে আইন চ‚ড়ান্ত হবে। তিনি বলেন, চলচ্চিত্র সেন্সরশিপ ১৯৬৩ সালের আইন দিয়ে পরিচালিত হয়। এখন ২০১৯ সাল। নতুন অনেক কিছুই পিরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে পুরনো আইন দিয়ে। তাই চলচ্চিত্র সেন্সরশিপের আইন নতুন করে করার দাবি ছিল অনেকদিন থেকেই। এবার সেটা হতে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ