Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরামপুরে জেলার দাবিতে অর্ধদিবস হরতাল ও অবরোধ

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের দক্ষিণাঞ্চলের ৬ উপজেলা নিয়ে বিরামপুরকে জেলার দাবিতে গতকাল বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ও অবরোধ পালিত হয়।
জেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় ঢাকা মোড়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল এবং ঢাকা থেকে টেলি কনফারেন্সে সংহতি জ্ঞাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ পারভেজ কবীর।
দীর্ঘদিনের দাবি বিরামপুরে জেলা চাই। এ দাবির পেক্ষিতে বুধবার সকাল থেকে সকল ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে স্ব স্ব ব্যানার নিয়ে স্থানীয় ঢাকা মোড়ে হাজার হাজার লোকের সমাবেশ করে। এতে ঢাকাÑদিনাজপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বক্তারা জেলার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতরভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিরামপুরে জেলার দাবিতে অর্ধদিবস হরতাল ও অবরোধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ