বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ডিবি পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় সোমবার আহত হয়েছেন হৃদয় ইসলাম বাবু (৪০) নামে এক চোরাচালানী। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ বলেছে, আহত ওই ব্যক্তি একজন মাদক চোরাচালানি। দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দাঁতপুর এলাকায়।
যশোর ডিবি পুলিশের ওসি আরিফ আহমেদ জানান, তাদের কাছে খবর ছিল মাদকের একটি বড় চালান বেনাপোল থেকে ঢাকার দিকে যাবে। এরপর তারা যশোরের কেশবপুর উপজেলার বগা এলাকায় অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে একদম ফিল্মি স্টাইলে মাদক চোরাকারবারীরা তাদের ব্যবহৃত একটি পাজেরো গাড়িটি (ঢাকামেট্রো ঘ -১৩-৭২৯৫) দ্রুতবেগে টেনে পাটকেলঘাটার দিকে যায়। পুলিশও তাদের ধাওয়া করে। এরপর তাদের গাড়িটি রাস্তার ধারে একটি বিল্ডিং সংলগ্ন গাছে ধাক্কা লেগে উল্টে যায়। তিনি জানান, গাড়ি থাকা দু’জন পালিয়ে গেলেও হৃদয় নামের ব্যক্তি আহত অবস্থায় গাড়ির মধ্যে আটকা ছিল। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে যশোর পুলিশ লাইনে আনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।